নওগাঁর নিয়ামতপুরে ১৬ কেজি গাঁজা ও ৩১৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার সদরের চারমাথার মোড় ও গয়েশপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার বাহাদুরপুর ইউপির গয়েশপুর গ্রামের মৃত পরীর ছেলে আমরুল (৩৫) ও সদর ইউনিয়নের করকরিয়া (মাস্টারপাড়া) গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাকিবুল ইসলাম (২৫)।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই স্থানে অভিযান চালানো হয়। এসময় পুলিশ অভিযান চালিয়ে গয়েশপুর গ্রাম থেকে আমরুল ইসলামকে ১৬ কেজি গাঁজা, ২৫২ পিস ইয়াবা, নগদ ১ লাখ টাকাসহ গ্রেফতার করা হয়। এছাড়াও সদরের চারমাথার মোড় থেকে ৬১ পিস ইয়াবা রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে ধানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস