রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই শিশু, ১ লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

loading/img

বান্দরবানের লামা উপজেলায় লামাখালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু নিখোঁজ হয়। এক শিশুর মরদেহ উদ্ধার হলেও আরেক শিশু এখনও নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বৈক্ষমপাড়াস্থ লামা খালে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সন্ধ্যায় স্থানীয়রা একজনের লাশ উদ্ধার করলেও আরেকজনের লাশ এখনও পাওয়া যায়নি।

দুই শিশু নিখোঁজ ও একজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা।

তিনি আরও বলেন, ইতোমধ্যে লামা ফায়ার সার্ভিস ও লামা থানা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধারে তৎপরতা শুরু করেছে।

পানিতে ডুবে মৃত্যু শিশু এক্যানু মার্মা (৬) রূপসীপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বৈক্ষমপাড়া এলাকার মংক্যহ্লা মার্মার মেয়ে এবং অপর শিশু ক্য ক্য নু মার্মা (৪) একই ওয়ার্ডের দরদরী নয়া মার্মা পাড়ার থুই চাহ্লা মার্মার মেয়ে। এক্যানু মার্মার লাশ উদ্ধার হলেও এখনো ক্য ক্য নু মার্মাকে পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


ওয়ার্ড মেম্বার উহ্লামং মার্মা জানান, সম্পর্কে শিশু দু’জন মামাতো ফুফাতো বোন। দরদরী নয়া পাড়া ও বৈক্ষমপাড়া দু’টি পাশাপাশি। নদীর এপাড় আর ওপাড়। বিকেলে দু’জন বাড়ির পাশের লামাখালে গোসল করতে যায়। পরে সেখানে গোসল করতে গেলে পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ বাড়িতে ফিরে না আসলে তাদের খোঁজাখুজি শুরু হয়। এসময় নদীর পাড়ে তাদের কাপড় পড়ে থাকতে দেখে। তখন স্বজনরা নদীতে খোঁজা শুরু করে।

সন্ধ্যায় ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ নিচে নদী থেকে এক্যানু মার্মার লাশ উদ্ধার করে। অপরজনের লাশ উদ্ধারে উদ্ধার অভিযান চলছে। স্থানীয়দের সঙ্গে লামা ফায়ার সার্ভিস ও লামা থানা পুলিশ যুক্ত হয়েছে। দুই শিশুর বাবা মালয়েশিয়া প্রবাসী।

লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়েত হোসেন বলেন, লামা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি টিম পানিতে নিখোঁজ অপর শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে বলে জানান তিনি।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, ঘটনাটি মর্মান্তিক। আমরা শুনামাত্র ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ফায়ার সার্ভিস কাজ করছে। পুলিশ ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতা করছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর