নীলফামারীর জলঢাকায় মেয়ের বাড়িতে যাওয়ার পথে অটোরিকশা উল্টে তমিজ উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন ওই অটোরিশার তিন নারী যাত্রী।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার টেংগনমারী-মীরগঞ্জ সড়কের চৌধুরী বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
তমিজ উদ্দিন কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গদা মাঝাপাড়া গ্রামের মৃত পুনে মামুদের ছেলে।
পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে জলঢাকা উপজেলার মীরগঞ্জ পাঠানপাড়ায় মেয়ের বাড়ির উদ্দেশে নিজ বাড়ি থেকে অটোরিশায় রওনা দেন তমিজ উদ্দিন। এসময় চৌধুরী বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে ঘটনাস্থলে নিহত হন বৃদ্ধ তমিজ উদ্দিন।
এসময় পানিয়াল পুকুর সরকারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী জবা বেগম (৪০), একই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী আজে খাতুন (৫০) ও মৃত ছামছুল ইসলামের স্ত্রী রশিদা বেগম (৫৫) নামের তিন নারী যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় জবা বেগমের অবস্থার অবনতি হলে তাকে বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস