প্রথমবারের মতো দেশে ভুট্টা লাগানোর সিডার মেশিনের যাত্রা করল বন্ধন জেনেটিক্স লিমিটেড।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে বন্ধন জেনেটিক্স লিমিটেডের গবেষণা উন্নয়ন কেন্দ্রে চায়না হতে আমদানি করা এ মেশিনের ব্যবহার পদ্ধতি দেখানো হয়।
বিজ্ঞাপন
এসময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন, এজিএম কৃষিবিদ শামিম আহমেদ, প্রোডাক্ট ম্যানেজার কৃষিবিদ আবু নছর এরফান হোসেনসহ দেশের বিভিন্ন এলাকায় কর্মরত শতাধিক মাঠকর্মী উপস্থিত ছিলেন।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন বেলন, ভুট্টা লাগানোর সময় কৃষক সঠিক মাপে লাগাতে পারে না। শ্রমিকের সংকটে সঠিক সময়েও অনেকে ভুট্টা লাগাতে পারে না। কৃষকের এসব অসুবিধার কথা চিন্তা করে আমরা চায়না হতে সিডার মেশিন আমদানি করেছি। তিনি বলেন, সিডার মেশিনে সঠিক মাপে ভুট্টা লাগানো যায়। একজন মানুষ দিনে দুই একর জমিতে ভুট্টা লাগাতে পারবে।
তিনি আরও বলেন, এই সিডার মেশিনটি একেবারেই পরিবেশবান্ধব। এ মেশিন চালাতে কোনো জ্বালানি বা বৈদ্যুতিক চার্জ লাগবে না। সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে চায়। তাই আমরা দেশের কৃষি ও কৃষককেও স্মার্ট করে গড়ে তুলতে চাই।
প্রতিনিধি/এসএস