শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

নাম না থাকায় এমপির সামনেই ভবন উদ্বোধনের ব্যানার অপসারণ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১ পিএম

শেয়ার করুন:

loading/img

ফেনীর ফুলগাজীতে একটি মাদরাসা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যানারে নাম না থাকায় ফেনী-১ আসনের এমপির সামনেই অনুষ্ঠানের ব্যানার অপসারণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল আলিম। 

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে স্থানীয় আমজাদ হাট ইউনিয়নের ফয়েজুন্নেসা ইসলামীয়া দাখিল মাদরাসার নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরে ব্যানার ছাড়াই ভবনটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার। 


বিজ্ঞাপন


এ ঘটনায় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়দের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করেছে। তবে মাদরাসা কর্তৃপক্ষ বলছেন, অনুষ্ঠানের ব্যানারে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যানের নাম ভুল ক্রমে লেখা হয়নি। এজন্য তারা দুঃখ প্রকাশ করেছে।
 
জানা যায়, ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের নোয়াজ ফয়জুন্নেসা ইসলামিয়া দাখিল মাদরাসার ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করে শিক্ষা প্রকৌশল অধিদফতর। ভবন নির্মাণ কাজ শেষ হওয়ায় রোববার ওই ভবন উদ্বোধনের জন্য সময় দেন সংসদ সদস্য শিরীন আখতার। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম। 

অনুষ্ঠান শুরুর এক পর্যায়ে আবদুল আলিম তার নাম ব্যানারে না থাকায় ক্ষোভ প্রকাশ করে ওই ব্যানারটি অপসারণের নির্দেশ দেন। অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষার্থে তাৎক্ষণিক আয়োজকরা ওই ব্যানারটি অপসারণ করেন। পরে ব্যানার ছাড়াই ওই ভবনের উদ্বোধন করেন স্থানীয় এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। 


অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা মো. আবুল হাসেম বুলবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সালাম ভুঞা, জেলা জাসদের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা জাসদের সভাপতি দুলাল বৈদ্য। 

ব্যানার অপসারণের পরপরই অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা অনুষ্ঠান ত্যাগ করতে শুরু করেন। অভিভাবকরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, এমপির উপস্থিতিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান অনুষ্ঠানের বিশেষ অতিথি থাকবেন। কিন্তু তার নাম ব্যানারে বাধ্যতামূলক নয়। তারপরও তিনি এমপির সামনে এ নিয়ে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা অসৌজন্য আচরণ।           
      
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম বলেন, অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে বিশেষ অতিথি করা হয়েছে। কিন্তু অনুষ্ঠানের স্টেজের ব্যানারে নাম না দেওয়া ষড়যন্ত্রের অংশ। এমপির প্রতি আমার কোনো প্রকারের ক্ষোভ বা অসন্তোষ নেই। কিন্তু যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কাউকে ছাড় দেওয়া হবে না। 


বিজ্ঞাপন


মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট জয়নাল আবেদীন বলেন, ব্যানারে ভুলবশত উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেবের নামটি লেখা হয়নি। এজন্য আমরা ক্ষমাপ্রার্থী।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন