বগুড়ার নন্দীগ্রামে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। তার নাম মুকুল হোসেন (৩৮), তিনি শাজাহানপুর উপজেলার খাদাশ এলাকার মৃত দুদু মিয়ার ছেলে। পেশায় অটোরিকশা চালক।
রোববার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
ওসি জানান, নিহত মুকুল হোসেন শেরপুর উপজেলার বাঘমারা মোমিন পার্ক এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ইজিবাইকসহ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। শনিবার (১৬ সেপ্টেম্বর) নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা থেকে কল্যাণনগর রাস্তারধারে ঠাকুরান পুকুর বড়চাপরা এলাকার ধানক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। তবে তার অটোরিকশাটি পাওয়া যায়নি।
তিনি আরও জানান, রোববার বিকেলে নিহতের পরিবারের লোকজন মরদেহ শনাক্তের পর হস্তান্তর করা হয়েছে। ধারণা করা যাচ্ছে, যাত্রীবেশী ছিনতাইকারীরা মকুলকে হত্যা করে মরদেহ ধান ক্ষেতে ফেলে রেখে গেছে।
তার অটোরিকশা উদ্ধার এবং জড়িতদের শনাক্তের কাজ চলছে বলে ওসি জানান।
প্রতিনিধি/এইচই