রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নওগাঁয় শয়নকক্ষ থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

loading/img

নওগাঁর আত্রাইয়ে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার জামগ্রাম বাঁধপাড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহতরা হলেন —ওই গ্রামের ভ্যানচালক আরিফুল ইসলাম স্ত্রী সাবিনা (২৮) ও মেয়ে আফরোজার (১০)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভ্যানচালক আরিফুল ইসলাম প্রতিদিনের মতো সকালে তার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। সকাল সাড়ে ৮টার দিকে সকালের খাবার খেতে বাড়িতে এসে শয়নকক্ষে স্ত্রী ও মেয়েকে ঘরে ঝুলতে দেখেন। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। 

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন