রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু 

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

loading/img

জামালপুরের মেলান্দহের শ্যামপুর বাজারে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দেওয়ানগঞ্জ-জামালপুর সড়কের শ্যামপুর বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল্লাহ মাঝিপাড়া এলাকার মো. আয়নাল হকের ছেলে। 


বিজ্ঞাপন


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। পরে মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক রয়েছে। 

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন