নোয়াখালীর সোনাইমুড়ীতে গরীব, অসহায় ও দুঃস্থদের চক্ষু চিকিৎসা সেবার জন্য ‘অন্ধ কল্যাণ সমিতি’কে ১০ লাখ টাকার চেক দিয়েছেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদ এবং অ্যাক্টিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে অ্যাক্টিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে চেকটি সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অন্ধ কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. মমিনুল ইসলাম বাকের এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়ার হাতে তুলে দেন তিনি।
বিজ্ঞাপন
এ উপলক্ষে অন্ধ কল্যাণ সমিতির আই হসপিটালের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকি, মুজিব বাহিনীর নোয়াখালীর কমান্ডার ও সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ভিপি মাহফুজুর রহমান বাহার প্রমুখ।
অ্যাক্টিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, সোনাইমুড়ীর অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটাল প্রতিষ্ঠার পর থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লাসহ কয়েকটি জেলার অসহায় মানুষের চোখের চিকিৎসায় নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্থান করে নিয়েছে। গরীব রোগীরা এখানে চিকিৎসা সেবা নিতে আসেন। আমি সেই অসহায় রোগীদের পাশে দাঁড়াতে আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক সমিতিতে দিয়েছি।
সংসদ সদস্য ফরিদা খানম সাকি বলেন, সবাইকে রাজনীতির পাশাপাশি মানবিক কাজ করা দরকার। যারা এক সঙ্গে দুইটা মিলিয়ে করতে পারেন তারা বড় হতে পারেন।
প্রতিনিধি/এইচই