রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে গৃহবধূকে শুদ্ধ করলেন মাতব্বর!

জেলা প্রতিনিধি: নওগাঁ
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩, ১০:০১ পিএম

শেয়ার করুন:

loading/img

নওগাঁর বদলগাছীতে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূর মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার অভিযোগ উঠেছে স্থানীয় মাতব্বদের বিরুদ্ধে।

সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর বাঁশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামের লোকজনের উপস্থিতিতে গৃহবধূর বাড়ির আঙিনায় এক পুরহিতকে ডেকে এনে তার মাথা ন্যাড়া করার পর মাথায় ঘোল ঢেলে দেওয়া হয়।


বিজ্ঞাপন


নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন নারী দাবি করছেন, এক মুসলিম যুবকের সঙ্গে ওই গৃহবধূর অনৈতিক সর্ম্পক ছিল। গ্রামের মাতব্বের রায়ে ওই গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করা হয়েছে। এই কাজে গৃহবধূর স্বামীরও সম্মতি ছিল।

দুপুরের ওই গৃহবধূর বাড়িতে গিয়ে দেখা গেছে, গৃহবধূ শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে রেখেছেন। প্রতিবেশী নারীরা গৃহবধূকে ঘর থেকে বের হতে দিচ্ছেন না।

এসময় ওই গৃহবধূ দাবি করেন, তিনি কারও সঙ্গে অনৈতিক সর্ম্পক করেননি। গ্রামের মাতব্বের সিদ্ধান্তে আমার মাথা ন্যাড়া করে দিয়ে ঘোল ঢেলে দিয়েছেন। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কিছু বলারও নেই।

খোঁজ নিয়ে জানা যায়, ওই গৃহবধূ দুই সন্তানের জননী। পাশ্ববর্তী সোনারপাড়া গ্রামের কমল হোসেন নামের বিবাহিত মুসলিম এক যুবকের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক এবং ১০-১২ দিন আগে নিজ বাড়িতে অনৈতিক সর্ম্পক করার সময় গৃহবধূকে তার স্বামী হাতেনাতে ধরে ফেলার অভিযোগ তুলেন। ওই ঘটনার পর গৃহবধূ তার বাবার বাড়িতে চলে যান। গত শনিবার গৃহবধূ তার বাবার বাড়ি থেকে আবারও স্বামীর বাড়িতে আসেন। এরপর গ্রামের মাতব্বরের সিন্ধান্তে আজ তাকে শুদ্ধ করে স্বামীর ঘরে তোলা হয়।


বিজ্ঞাপন


ওই গ্রামের হিন্দুধর্মালম্বী বাসিন্দা গোবিন্দ সাহা বলেন, আমার কাছে মনে হচ্ছে ওই গৃহবধূ প্রতিহিংসার শিকার হয়েছে। শুদ্ধ করার এই বিষয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নেতা বিমল চন্দ্রের কারণেই হয়েছে। এমন সিদ্ধান্ত গ্রামের আরও কয়েকজন মাতব্বর এক হয়ে দিয়েছিলেন। এর আগে এই গ্রামে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনা কখনও শুনিনি।

এ বিষয়ে জানতে স্থানীয় মাতব্বর বিমল চন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জাবারীপুর বাজারে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে গেলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু বলেন, ঘটনাটি দুপুরের পর শুনেছি। এরপর উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেছি।

এ ব্যাপারে বদলগাছী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সভাপতি বৌদ্দ নাথ বলেন, বিষয়টি খুবই অমানবিক। এরকম নিয়ম আছে বলে আগে কখনো শুনিনি।

মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহবধূকে মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে দেওয়ার ঘটনা আমার জানা নেই।

এ বিষেয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন