বাগেরহাটের কচুয়ায় হত্যাসহ ৫ মামলার পলাতক আসামি রিয়াজুল ইসলামকে (৩১) গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকেল ৫টার দিকে কচুয়া উপজেলা চত্তর থেকে রিয়াজুলকে গ্রেফতার করে পুলিশ।
বিজ্ঞাপন
আরও পড়ুনঃ চালককে হত্যা করে মাটিচাপা, নিখোঁজের ২১ দিন পর লাশ উদ্ধার
গ্রেফতার রিয়াজুল ইসলাম কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সন্মানকাঠি গ্রামের আনছান শেখের ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত জানান, গ্রেফতার রিয়াজুলের বিরুদ্ধে ২টি হত্যা মামলা, নাশকতা ও দস্যুতাসহ মোট ৫ টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
প্রতিনিধি/এসএস