শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

সকালবেলা আম্মুর সঙ্গে চারুকলায় যেতাম: স্পর্শিয়া

রাফিউজ্জামান রাফি
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ এএম

শেয়ার করুন:

loading/img

বছর ঘুরে এসেছে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। দিনটি পালন করতে আয়োজনে কমতি রাখা হয়নি। রাস্তায় বের হলেই মিলছে প্রমাণ। শ্রেণী, ধর্ম বর্ণ নির্বিশেষে এবারও সবাই মেতে উঠেছে। 

বিয়ে করেছেন স্পর্শিয়া


বিজ্ঞাপন


জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার সবচেয়ে প্রিয় উৎসব পয়লা বৈশাখ। ঢাকা মেইলকে তিনি বলেন,  ‘আমাদের যতগুলো উৎসব আছে সেগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় পয়লা বৈশাখ। এই দিনটি উদযাপন বাদ দিই না। যেহেতু গরম থাকে ওই কারণে দেখা যায় অনেক সময় বাইরে বের হওয়া হয় না। কিন্তু ঘরোয়া আয়োজন ঠিকই করি। বন্ধুদের দাওয়াত দিই। ভাত-ভর্তাসহ বিভিন্ন খাবারের আয়োজন করা হয়। আর শাড়ি তো অবশ্যই পরি। এদিন শাড়ি পরা মিস হয় না।’

Vn7IUkaw

বাস্তবে কিছু মানুষ সাপের মতো— কীসের ইঙ্গিত স্পর্শিয়ার

স্পর্শিয়ার একরত্তি বয়সের পয়লা বৈশাখের সঙ্গে মিশে আছে চারুকলা, বৈশাখী মিছিল, মেলা। এরকম উল্লেখ করে তিনি বলেন, ‘ছোটবেলায় পয়লা বৈশাখগুলোতে সকালবেলা আম্মুর সঙ্গে চারুকলায় চলে যেতাম। মিছিলের সঙ্গে পুরো পথ হাঁটতাম। ক্লান্ত হয়ে গেলে আম্মুর কোলে উঠতাম। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত মেলা ঘুরে ঘুরে দেখতাম। গান শুনতাম। কৈশোর পর্যন্ত বৈশাখগুলো এভাবে কেটেছে আমার।’


বিজ্ঞাপন


sporshia_6

অভিনয় দক্ষতা ও সৌন্দর্যের দ্যুতির তিল পরিমাণ ঘাটতি নেই স্পর্শিয়ার। দর্শকপ্রিয়তাও ঈর্ষণীয়। তবুও প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে শামিল হন না। কাজ করে যান নিজের মতো বেছে বেছে। তবে এবার ঈদের বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে তার। হয়েছে প্রশংসিত। 

কাজী নজরুল ইসলামের বায়োপিক, কবির স্ত্রীর চরিত্রে স্পর্শিয়া

তিনি বলেন, ‘এমনিতে আমি এত কাজ করি না। এবারও ভাবনা ছিল ১-২টা কাজ করব। কিন্তু স্ক্রিপ্ট পছন্দ হওয়ায় বেশ কয়েকটা কাজ করেছি। কিছুদিন পর কোরবানি ঈদের ব্যস্ততা শুরু হবে।’

আরআর/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর