শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেলায় পুতুল কিনতে বায়না ধরতাম: নাজনীন নিহা 

রাফিউজ্জামান রাফি
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ এএম

শেয়ার করুন:

মেলায় পুতুল কিনতে বায়না ধরতাম: নাজনীন নিহা 

বছর ঘুরে আবার এসেছে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। আজ সোমবার সকাল থেকে শুরু হয়ে গেছে বর্ষবরণ উৎসব। শোবিজ তারকারাও মেতে উঠেছেন। জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নিহাও আছেন এ তালিকায়। 

ঢাকা মেইলকে তিনি বলেন, ‘পয়লা বৈশাখে বাসাতেই থাকব। পরিবারের সবাইকে সময় দেব। পান্তা-ইলিশ খাব। আগে বৈশাখ উপলক্ষে নতুন পোশাক কিনতাম। লাল-সাদা শাড়ি পরতাম। এখন এই জিনিসটা হয় না। তবে পরিবারের সবাইকে নিয়ে দিনটি উদযাপন করা হয়।’

Naznun_Niha_2

শৈশবের বৈশাখ নিয়ে নিহা বলেন, ‘ছোটবেলায় মেলায় যেতে খুব কান্নাকাটি করতাম। কিন্তু আম্মু নিয়ে যেতে চাইতেন না। পুতুল পছন্দ করতাম। মেলায় ছোট বড় অনেক রকম পুতুল উঠত। আমি কিনতে বায়না ধরতাম। কিন্তু আম্মু পুতুল কিনে দিতে চাইতেন না। আমার ছোট ভাই আমার চেয়ে আড়াই বছরের ছোট। সে নিজের জমানো টাকা দিয়ে আমাকে পুতুল কিনে দিয়েছিল। এটা ভীষণ সারপ্রাইজ ছিল আমার জন্য।’

২০২৫ -এ এমন কিছু করতে চাই যা সবাই মনে রাখবেন: নিহা


বিজ্ঞাপন


এবার ঈদে এসেছে নিহা অভিনীত নাটক ‘মেঘ বালিকা’। এতে তার বিপরীতে ছিলেন জিয়াউল ফারুখ অপূর্ব। দর্শকের মন ভরিয়েছে নাটকটি। প্রশংসায় ভাসছেন নিহা। 

Naznun_Niha_1

তার ভাষ্য, ‘ঈদে আমার তিনটি কাজ আসার কথা ছিল। এরমধ্যে একটি এসেছে অপূর্ব ভাইয়ের সঙ্গে। মেঘের বৃষ্টি নামের আরেকটি নাটকে কাজ করেছি জোভান ভাইয়ের সঙ্গে। টিভিতে প্রচারিত হয়েছে। এখনও ইউটিউবে আসেনি। আশা করি শিগগিরই চলে আসবে।’

২০২৫ সালে পড়ার টেবিল ঠিক রেখে কাজ করব: নিহা

সবশেষে নিহা জানালেন, আপাতত বাসাতেই আছেন তিনি। সময় দিচ্ছেন পরিবারকে। পড়ালেখা নিয়ে কাটছে ব্যস্ত সময়।

আরআর/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর