রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি: নওগাঁ
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

loading/img

নওগাঁর নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম (২২) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ আগষ্ট) দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রামগাঁ সাহাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সাইফুল ইসলাম উপজেলার পাড়ইল ইউনিয়নের বান্দইল গ্রামের ময়েন উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকেই রামগাঁ সাহাপুর গ্রামের ওহাব উদ্দিনের বাড়িতে ছাদে রাজমিস্ত্রীর কাজ করছিলেন সাইফুল ইসলাম। দুপুরে ছাদে রড তোলার সময় ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনে অসাবধানতায় রড়টি বৈদ্যুতিক তারে স্পর্শ লাগে। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন