রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

চাটখিলে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩, ০২:২৮ পিএম

শেয়ার করুন:

loading/img

নোয়াখালীর চাটখিলে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বুধবার (২৩ আগস্ট) সকালে উপজেলা চাটখিলের সাত্রাপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। এ সময় তার বসতঘরে তল্লাশী চালিয়ে ৬০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করে। 

পরে তাকে চাটখিল থানায় গ্রেফতার দেখিয়ে মাদক মামলায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।


বিজ্ঞাপন


আটক মাদক কারবারি আতাউর রহমান রুবেল (৫০) নোয়াখলা ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে এর আগে একাধিক মাদক মামলা রয়েছে। 

এ বিষয়ে মাদক অধিদফতরের নোয়াখালী জেলার উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, আমরা নিয়মিত অভিযানের অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করি। আমরা তাকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন