খুলনায় নিয়ন্ত্রণহীন ট্রাকচাপায় অশোক রায় (৫৩) নামে এক মুদি দোকানি নিহত হয়েছে। সোমবার (৭ আগস্ট) সোমবার রাত ১১টার দিকে রুপসা উপজেলার আলাইপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
অশোক রায় ঘাটভোগের পিঠাভোগ কালিবাড়ি এলাকার বনমালী রায়ের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টার দিকে একটি মালবাহী ট্রাক (কুষ্টিয়া ট- ১১-২৫৭৭) আলাইপুর থেকে ব্রিজের ওপর উঠতে থাকে। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে পিছনের দিকে চলে এসে একটি ফলের দোকান ও একটি মুদি দোকানে ঢুকে যায়। এতে দোকান দুটি ভেঙে গুড়িয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে ফল ব্যবসায়ী স্বপন পাল (৪৫) দৌড়ে সরে গেলেও মুদি দোকানি অশোক ট্রাকের নিচে চাপা পড়ে।
এসময় পার্শ্ববর্তী ব্যবসায়ী ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় অশোক রায়কে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ট্রাকটি আটক করেছে স্থানীয়রা।
রূপসা ফায়ার সার্ভিসের সাব অফিসার বিল্লাল হোসেন মৃধা জানান, ফায়ার সার্ভিস আসার আগে স্থানীয়রা অশোককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিন জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি রূপসা থানা পুলিশের হেফাজতে রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এইচই