রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

পরকীয়ার জেরে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২ জুলাই ২০২৩, ১২:০৮ পিএম

শেয়ার করুন:

loading/img

নীলফামারীর জলঢাকায় পরকিয়ার জেরে ভবেশ চন্দ্র নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রধান আসামি মৃনাল চন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ জুলাই) ভোরে পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


এর আগে রোববার (৯ জুলাই) মধ্যরাতে উপজেলার শিমুলবাড়ি রাজবাড়ি এলাকায় এই কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মৃনাল (৩৫) ওই এলাকার দিনেশ চন্দ্রের ছেলে।

নিহত ভবেশ চন্দ্র (৩২) একই এলাকার মানিক চন্দ্রের ছেলে। তারা উভয়ে প্রতিবেশি।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, রোববার মধ্যরাতে মোটরসাইকেলে করে বাড়িতে ঢুকছিল ভবেশ। এসময় পিছন থেকে অজ্ঞাত কেউ ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপালে সেখানেই লুটিয়ে পড়েন তিনি। এসময় চিৎকার শুনে বাড়ির লোকজন ও স্থানীয়রা আসেন। গুরুতর অবস্থায় ভবেশকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া পথেই মারা যান তিনি। পরে এঘটনায় প্রতিবেশি মৃনালসহ আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করে নিহত ভবেশের পরিবার। মামলার পরেই গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।

ওসি মুক্তারুল আলম বলেন, ২ দিন অভিযান চালিয়ে আমরা এই ক্লুলেস  মামলার প্রধান আসামি মৃনালকে গ্রেফতার করি। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, ভবেশের সঙ্গে আসামির স্ত্রীর পরকীয়ার সম্পর্ক ছিল। এই পরকীয়ার প্রতিশোধ নিতে তাকে হত্যা করেছে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন