রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘আমার ছেলেকে যারা মারছে, তাদের ফাঁসি চাই’

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২২, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

loading/img
ছেলে হত্যার বিচার চেয়ে মায়ের আহাজারি | ছবি : ঢাকা মেইল

‘আমি ফাঁসি চাই। আমি ফাঁসি চাই। আমার ছেলেকে যারা মারছে, তাদের ফাঁসি চাই। কলেজের ভেতরে আমার ছেলেরে খুন করেছে’ সন্তান হারা মায়ের এমন আর্তনাদে ভারী হয়ে ওঠে খুলনার শিববাড়ি এলাকা।

শনিবার ( ৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় খুলনা ফুলতলার কলেজছাত্র আরিফ রোহানের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এমন আর্তনাদ করতে থাকে রোহানের মা।


বিজ্ঞাপন


ফুলতলা এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে রোহানের মা-বাবা, পরিবারের সদস্য, স্থানীয় জনতা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খুলনার ফুলতলা উপজেলার এম এম (মোজাম মহলদার) কলেজের সমাজকর্ম বিভাগের মেধাবী ছাত্র ছিলেন সৈয়দ আলিফ রোহান। খুলনার ফুলতলায় ‘রহমানিয়া এলিমেন্টারি স্কুল’ নামের শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সময় মেয়েদের উত্যক্ত ও হট্টগোলের প্রতিবাদ করেছিলেন ২০ বছর বয়সী এই তরুণ। এ সময় এজারহারভুক্ত আসামিরা আলিফকে হত্যার হুমকি দিয়ে চলে যান। হুমকি দেওয়ার এক থেকে দুদিনের মধ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা এম এম কলেজ মাঠে আলিফের ওপর হামলা চালায়। সাব্বিরের হুকুমে তাছিন ধারালো ছুরি দিয়ে আলিফের বুকের ডানপাশে আঘাত করেন। এ সময় অন্যরাও বিভিন্নভাবে তাকে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা আলিফকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত আলিফের বাবা ৫ জনের নাম উল্লখ করে এবং আরো কয়েকজনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেছিলেন। মামলার পর ফুলতলা পুলিশের হাতে গ্রেফতার হয় দীপ্ত সাহা। মঙ্গলবার (৫ এপ্রিল) ঢাকার আশুলিয়া থানার গাজীর চট এলাকা থেকে সাব্বির ফরাজী (২৩) এবং তাছিন মোড়ল (২২) দু’জনকে গ্রেফতার করা হয়।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর