দ্রুতগামী ট্রেনের ধাক্কায় পাবনার চাটমোহরে আব্দুল করিম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় তার ছোট ভাই লিখন হোসেন (৩০) গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) দুপুরে চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দুই ভাই মিলে ইঞ্জিনচালিত ট্রাক নিয়ে চাটমোহরের প্রভাকরপাড়া এলাকায় বালু সরবরাহের কাজে আসেন। পরে ফেরার পথে প্রভাকরপাড়ার অরক্ষিত রেল ক্রসিং অতিক্রম করার সময় আন্তঃনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক থেকে ছিটকে পরে আব্দুল করিম ও লিখন হোসেন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। একপর্যায়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল করিম। পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা আহত লিখনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/আইএইচ