রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুমিল্লায় আ.লীগের ২ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৩, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

loading/img

কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে নৌকার প্রতিদ্বন্দ্বী মেয়র  প্রার্থী মো.সাইফুল ইসলাম শামীম এর বিদ্রোহী প্রার্থী হওয়ায় পৌর আওয়ামী লীগের সভাপতিসহ দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. সাইফুল ইসলাম রাজীবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- দেবীদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম ও পৌরসভার ২ নং ওয়ার্ডের সভাপতি এমএ কাইয়ূম ভূঁঞা। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিন।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেবীদ্বার পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের লিখিত অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের বিধি ৪৭ (১১) ধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দেবীদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম ও পৌরসভার ২ নং ওয়ার্ডের সভাপতি এমএ কাইয়ূম ভূঁঞাকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়। যা বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে কার্যকর বলে গণ্য করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

তবে এ বিষয়ে ভিন্ন কথা বলছেন দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম সফি উদ্দিন। তিনি বলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ এমন নোটিশ দিতে পারেন না। তারা বড়জোড় সুপারিশ করতে পারবেন। দলীয় সভানেত্রী ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বহিষ্কার করার একমাত্র ক্ষমতা রাখেন।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রহুল আমিন বলেন, ‘দেবীদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম চেয়ারম্যান ও পৌরসভার ২ নং ওয়ার্ডের সভাপতি এমএ কাইয়ূম ভূঁঞাকে বহিস্কার করা হয়েছে এটি কেন্দ্রীয় সিদ্ধান্ত। এ সিদ্ধান্তটি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সবাইকে অবগত করেছেন। দীর্ঘ ২১ বছর পর আগামী ১৭ জুলাই দেবীদ্বার পৌরসভায় প্রথম বারের মতো ভোট অনুষ্ঠিত হবে। আর এ ভোট হবে ইভিএম পদ্ধতিতে।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে আলহাজ্ব এমএ কাইয়ুম ভূঞা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নোটিশ প্রচার করা হয়েছে বলে শুনেছি। তবে এবিষয়ে দল থেকে কোনো কিছুই জানায়নি।


বিজ্ঞাপন


জানতে চাইলে দেবীদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কাশেম চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্বাচনে কোনো নিয়মনীতি মানা হয়নি তেমনি বহিস্কার করতেও কোন গঠনতন্ত্রের তোয়াক্কা করেনি। আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্যই নির্বাচনের মাঠে আছি, তৃণমূল আওয়ামীলীগ নেতাকর্মী ও সাধারণ ভোটাররা আমার সঙ্গে আছে তাই আমিও মাঠে আছি। দীর্ঘ ২২ বছর পর আগামী ১৭ জুলাই দেবিদ্বার পৌরসভায় প্রথম বারের মতো ভোট অনুষ্ঠিত হবে। আর এ ভোট গ্রহণ করা হবে ইভিএম পদ্ধতিতে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর