রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভাইয়ের সঙ্গে বেড়াতে গিয়ে প্রাণ গেল বোনের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩০ জুন ২০২৩, ০৯:৪২ এএম

শেয়ার করুন:

loading/img

ঈদের দিন বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে প্রাণ গেল ছোট বোনের রশ্মি খাতুনের (১৪)। এসময় মোটরসাইকেল আরোহী বড় ভাই ফারুক হোসেন (২১) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই উপজেলার থাউও গ্রামের মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


রশ্মি ও ফারুক হোসেন আত্রাই উপজেলার থাউও গ্ৰামের আব্দুর রাজ্জাক ছেলে মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে খাওয়া দাওয়া সেরে বড় ভাই ফারুক হোসেনের সঙ্গে ছোট বোন রশ্মি খাতুন মোটরসাইকেলে নিজ গ্রামের বাড়ি থেকে ঘুরতে বের হয়। নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়কের ওঠার সময় গ্রামের মোড়েই মোটরসাইকেলের পেছনের চাকায় রশ্মির ওড়না পেঁচিয়ে যায়। এতে গাড়িটি চাকা জ্যাম হয়ে গেলে দুই ভাইবোন রাস্তায় ছিটকে পড়ে যান। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে গুরুতর অবস্থায় রশ্মিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় ফারুক হোসেন সামান্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বলেন, বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেল যোগে বের হয় ছোট বোন রশ্মি। এসময় মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন রশ্মি। অসাবধানতা পেছনের চাকায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে মারা যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন