জামালপুরের দেওয়ানগঞ্জে গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ভাতিজা আরিফ হোসেনের লাঠির আঘাতে চাচা আন্নাছ আলী (৪০) মারা গেছেন।
বুধবার (২৮ জুন) উপজেলার ডাংধরা ইউনিয়নের সোনাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আন্নাছ আলীর সঙ্গে বড় ভাই আব্দুস ছাত্তারের দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে গাছের কাঁঠাল পাড়াকে কেন্দ্র আন্নাছ আলী ও আব্দুস ছাত্তারের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে আব্দুস ছাত্তারের ছেলে আরিফ হোসেনের লাঠির আঘাতে চাচা আন্নাছ আলী গুরুতর আহত হয়। চিকিৎসার জন্যে তাকে রাজিবপুর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার আন্নাছ আলীর মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর বলেন, প্রথমে জমি ও পরে গাছের কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হয় আন্নাছ আলী। আজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা হয়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এসএস