পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়িতে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে গুইমারা রিজিয়নের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ জুন) বেলা ১২টার দিকে মাটিরাঙ্গা জোন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি উদ্যোগে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল হাসান।
বিজ্ঞাপন
পোলাও চাল, ভোজ্য তেল, আটা, ডাল, চিনি ও লবনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মুরাদ হোসাইন, মাটিরাঙ্গা জোনের মাস্টার ওয়ারেন্ট অফিসার হারুনুর রশীদসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাটিরাঙ্গা জোনের জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল কামরুল হাসান বলেন, পাহাড়ের সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই সেনাবাহিনীর এই প্রচেষ্টা। ভবিষ্যতেও সেনাবাহিনীর সবধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস