জমি সংক্রান্ত বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে এলোপাতাড়ি কিল, ঘুষি ও বুকে-পিঠে লাথি মারতে থাকায় ঘটনাস্থলে ছোট ভাইদের হাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আব্দুল হামিদ কালা মিয়া (৬০) দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত লতিফ আলীর ছেলে।
স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল হামিদ কালা মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সেখানে থাকা অবস্থায় নিজের নামে বাড়ির অদূরে জায়গা কিনেন। দেশে এসে এসব জায়গার ভাগ-বাটোয়ারা নিয়ে ভাইদের সঙ্গে মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে কয়েকবার এলাকায় সালিশ বৈঠকে মিমাংসা না হলে কোর্টে মামলা হয়।
মঙ্গলবার (২৭ জুন) সকালে কালা মিয়া তার জমিতে চাষ করার উদ্দেশে কাজ শুরু করলে তার ছোট ভাইয়েরা বাধা দেন এবং কথা কাটাকাটির এক পর্যায়ে কিল ঘুষি ও লাথিতে কালা মিয়ার মৃত্যু হয়।
অভিযুক্ত আব্দুল জলিল বড়লেখা উপজেলার সুজানগর সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অপর দু’জন সৌদি প্রবাসী।
বিজ্ঞাপন
নিহতের ছেলে আফতাব আলী ও রিফাত আহমেদ অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিষয়ে আমাদের বাবার সঙ্গে চাচাদের বিরোধ চলছিল। ঘটনার দিন চাচা ফারুক আহমদ ও আব্দুল জলিল এবং তাদের চাচাতো ভাই আব্দুল খালিকসহ কয়েকজন এলোপাতাড়ি কিল, ঘুষি ও বুকে পিঠে লাথি মারতে থাকায় ঘটনাস্থলে বাবার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এসএস