রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

টিকটক করতে গিয়ে যমুনা নদীতে কিশোর নিখোঁজ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ১২:৫৬ এএম

শেয়ার করুন:

loading/img

জামালপুরের দেওয়ানগঞ্জে ফুটানীবাজার বাহাদুরাবাদ ঘাটে টিকটক করতে গিয়ে তাওহীদ আদনান আপন (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার (২৪ জুন) উপজেলার ফুটানীবাজার বাহাদুরাবাদ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ তাওহীদ আদনান আপন উপজেলা চিকাজানী এলাকার মহিউদ্দিন হিরুর ছেলে।

জানা যায়, মো. আলিফ, তাওহীদ আদনান আপন ও শুভ্র একসঙ্গে হলকারচর ফুটানীবাজার বাহাদুরাবাদ ঘাটে যায়। সেখানে গিয়ে তারা ঘাটে নোঙর করা যাত্রীবাহী লঞ্চে ওঠে এবং তিনজন এক সাথে টিকটক ভিডিও করতে থাকে। সে সময় তাওহীদ আদনান আপন নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করে তাওহীদ আদনান আপনকে খুঁজে পায়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের একটি ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাওহীদ আদনান আপনকে খুঁজে পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


তাওহীদ আদনান আপনের নিখোঁজ হওয়ার ব্যাপারে বাবা মহিউদ্দিন হিরু জানান, তাওহীদ আদনান আপন এবার এসএসসি পরীক্ষার্থী। তারা স্বপরিবারে জামালপুর সদরে থাকে। ঈদ উপলক্ষে বাড়িতে এসে আপন দুই বন্ধুর সাথে বাহাদুরাবাদ ঘাটে গিয়ে এই ঘটনা ঘটে।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনা স্থলে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ কিশোরের উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

প্রতিনিধি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন