নওগাঁর আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় শাহিনুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে আত্রাই উপজেলার পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত শাহিনুর রহমান নাটোর জেলার রায়পুর গ্রামের বাসিন্দা।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছিল।
আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে পুরাতন রেলওয়ে স্টেশন। ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় ভুলবশত শাহিনুর রহমান রেললাইন পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
প্রতিনিধি/এসএস