শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

হাবলেস সাইকেল

অদ্ভুত সাইকেল: স্পোক টায়ার টিউব এমনকি প্যাডেলও নেই

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

loading/img

প্রতিবেশি দেশ ভারতে চলছে মোবিলিটি গ্লোবাল এক্সপো। ১৭ জানুয়ারি শুরু হওয়া এই অটোমোবাইল প্রদর্শনী চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।  এতে উদ্ভাবনী সব দুই চাকার বাহন প্রদর্শিত হচ্ছে। 

মোবিলিটি গ্লোবাল এক্সপ্রোতে এমন একটি সাইকেল অদ্ভুত এক সাইকেলের দেখা মিলল। এই সাইকেলে টায়ার, টিউব, স্পোক ও রিম বলতে কিছুই নেই। এমনকি প্যাডেলও নেই। এই সাইকেল দেখে তাজ্জ্বব সবাই। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও চোখ আটকে গেছে এই সাইকেলে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: মোটরসাইকেল নতুন চালাচ্ছেন? এই টিপসগুলো অবশ্যই মেনে চলুন

সাইকেলটির নির্মাতা স্টার্টআপ কোম্পানির দাবি, এটাই বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক হাবলেস সাইকেল। চাকায় কোনও স্পোক নেই। চালানোর জন্য প্যাডেলের প্রয়োজন হয় না। সাইকেলে ইলেকট্রিক মোটর লাগানো রয়েছে। সেটাই চাকা এবং ফ্রেমকে এক সুতায় বেঁধে এগিয়ে নিয়ে যায়।

cyle

সাইকেলের নাম দেওয়া হয়েছে হেলেক্স (Helex)। তবে এখনও বাজারে আসেনি। এক্সপো-তে সাইকেলের প্রোটোটাইপ মডেল লঞ্চ করা হয়। সেটাই নজরে পড়ে নরেদ্র মোদির। তিনি অবাক হয়ে যান। হেলেন বাইক-এর স্টলে গিয়ে হাবলেস সাইকেল খুঁটিয়ে দেখেন।


বিজ্ঞাপন


হেলেক্সের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সেই ভিডিও পোস্ট করা হয়েছে। দেখা যাচ্ছে, খুব কাছ থেকে সাইকেলটি দেখছেন মোদি। জেনে নিচ্ছেন এর খুঁটিনাটি। কেন স্পোক নেই, প্যাডেল না থাকলেও চাকা এগোয় কী করে, এসব জানতেও চান তিনি।

ji

জানা গিয়েছে, এই ইলেকট্রিক সাইকেলে হাইব্রিড প্যাডেল মোটর, রিজেনারেটিং ব্রেকিং সিস্টেম, নেভিগেশন অ্যাসিস্ট্যান্স, ডুয়াল সাসপেনশন, থ্রি-লেভেল অ্যান্টি-থেফ্ট অ্যালার্ম এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এই সব অত্যাধুনিক ফিচারের কারণে এই সাইকেল নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতেও।

আরও পড়ুন: হিরোর এই অ্যাডভেঞ্চার বাইকের দাম হাতের নাগালে

সাইকেলটিতে ১.২ কিলোওয়াট আওয়ারের মোটর রয়েছে। ৩ ঘণ্টায় ফুল চার্জ করা যায়। একবার ফুল চার্জ দিলে ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত চলে। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৫ কিমি। কনসেপ্ট ভার্সনের এই সাইকেলের মোট ওজন ৬০ থেকে ৭০ কিলোগ্রাম।

modi

সাইকেলটি এখনও প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। প্রোডাকশন রেডি মডেলে পৌঁছতে কিছুটা সময় লাগবে। তাই বাজারে কবে লঞ্চ হতে পারে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তবে হাবলেস বাইসাইকেল বাজারে চলে এলে যে এটা দৈনন্দিন যাতায়াতেরভাল মাধ্যম হতে পারে তা বলাই বাহুল্য।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন