স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স নতুন ৫জি ফোন আনছে। যার মডেল ইনফিনিক্স ইনফিনিক্স নোট ৫০এক্স। এই ফোনে একটি অক্টাগোনাল আকৃতির 'জেম কাট' ক্যামেরা মডিউল থাকতে চলেছে।
ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোন। সম্প্রতি ইনফিনিক্স সংস্থা জানিয়েছে তাদের নতুন ফোন ভারতে লঞ্চ হবে ২৭ মার্চ।
বিজ্ঞাপন
ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে ইতিমধ্যেই এই ফোনের একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। অতএব এটা স্পষ্ট যে ভারতে লঞ্চের পর ইনফিনিক্স নোট ৫০এক্স অনলাইনে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। ইনফিনিক্সের আসন্ন ফোনে একটি অ্যাক্টিভ হ্যালো লাইট ফিচার থাকতে চলেছে। ফোনে নোটিফিকেশন এলে এই আলো জ্বলে উঠবে। এছাড়াও সেলফি তোলার সময় টাইমার হিসেবে, চার্জিং স্টেটাস দেখানোর ক্ষেত্রে এই হ্যালো লাইট ফিচার কাজ করবে। এর পাশাপাশি গেম খেলার সময় যখন গেম বুট আপ হবে ফোনে, তখন দারুণ একটা এফেক্ট তৈরি করবে ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনের হ্যালো লাইট ফিচার।
ইনফিনিক্স সংস্থা তাদের আসন্ন ফোনের একটি ছবি শেয়ার করেছে। সেখানে দেখা গিয়েছে, ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনে একটি অক্টাগোনাল আকৃতির 'জেম কাট' ক্যামেরা মডিউল থাকতে চলেছে। এই ক্যামেরা মডিউলে আবার রুপোলি রঙের ছোঁয়া থাকবে। তিনটি সেন্সর থাকতে চলেছে এই ক্যামেরা ইউনিটে। অর্থাৎ ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা মডিউল থাকবে বলেই অনুমান করা হচ্ছে। তিনটি ক্যামেরা সেন্সর ছাড়াও এই মডিউলে থাকতে চলেছে এলইডি ফ্ল্যাশ এবং একটি অ্যাক্টিভ হ্যালো ইউনিট। ইনফিনিক্স নোট ৫০- এর মতোই ক্যামেরা ইউনিট থাকতে চলেছে ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনে।
বিজ্ঞাপন
গত বছর অর্থাৎ ২০২৪ সালের আগস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোন। তারই সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোন। অনুমান করা হচ্ছে, ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোন ভারতে যে দাম লঞ্চ হয়েছিল, ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনের দামও সেখান থেকেই শুরু হতে পারে।
এজেড