ঠাকুরগাঁওয়ে মাহেন্দ্র গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মেরিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার আকাঁচা কাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান।
নিহত ওই মহিলা পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়ন সূর্যপুর গ্রামের তৈবুর রহমান স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মোটরসাইকেল যোগে স্বামী স্ত্রীর মিলে অনুষ্ঠানের দাওয়াত দিতে যাচ্ছিলেন আকাঁচা কাজীপাড়ায় আত্মীয়র বাড়িতে। এসময় অপর দিক থেকে ঠাকুরগাঁও মুখি একটি মাহিন্দ্র গাড়ি মোটরসাইকেলটি ধাক্কায় দেয়। এতে মোটরসাইকেল চালক ছিটকে দুরে পরে যায় ও মেরিনা আক্তার মাহিন্দ্র গাড়ির চাকায় পিষ্ট হয়ে যায়। স্থানীয় তাদের ওই অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেরিনাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, মাহিন্দ্র গাড়িটি আটক করে থানার আনা হয়েছে তবে গাড়ি চালক পলাতক। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে