রোববার, ২৩ মার্চ, ২০২৫, ঢাকা

গোলাপগঞ্জে ৭ শহীদ পরিবার পেল জেলা প্রশাসকের ঈদ উপহার

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ১২:২২ এএম

শেয়ার করুন:

গোলাপগঞ্জে ৭ শহিদ পরিবার পেল জেলা প্রশাসকের ঈদ উপহার

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৭ শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুব মুরাদ। 

শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী হিসেবে চেক ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তাদের হাতে তুলে দেন তিনি।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুব মুরাদ।

উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদ, গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, সিলেটের নেজারত ডেপুটি কালেক্টর মো. ওমর সানী আকন।  

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ৭ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে জেলা প্রশাসক  বলেন, মুসলিম ধর্মের সবচেয়ে বড় উৎসবের একটি ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে শহিদ পরিবারকে উপহার দিতে পেরে অনেক আনন্দ লাগছে। 

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য এটা বুঝানো যে, আমরা সব সময় তাদের সঙ্গে আছি। যে কোনো সময়ে, যেকোনো প্রয়োজনে। 

তিনি আরও বলেন, এই ক্ষতিটা আসলে অপূরণীয়, আমরা পূরণ করতে পারব না। যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী পাশে থাকার চেষ্টা করব।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর