কক্সবাজারের উখিয়া মনখালী পাহাড়ি ঝিরি থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্তত এক সপ্তাহ আগে এই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালীর জুমপাড়া বালুপাহাড়ের ঝিরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, জুমার নামাজের পরে জুমপাড়ার বালুপাহাড় এলাকায় গরু আনতে গিয়ে এলাকার কিছু শিশু একটি মরদেহ দেখতে পায়। পরে এলাকাবাসী উখিয়া থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, একজন অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
প্রতিনিধি/ এমইউ