শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

জানুন

রুম হিটার নিয়ে যেসব ভুল ধারণা অনেকেরই আছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ১১:১৪ এএম

শেয়ার করুন:

loading/img

শীতের প্রকোপ শুরু হয়েছে। শীতে বাসা-বাড়ি গরম রাখতে অনেকেই রুম হিটার কেনেন। এই যন্ত্র চালালে রুম গরম থাকে। এই বৈদ্যুতিক যন্ত্রটি সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা নেই। রুম হিটার নিয়ে একাধিক ভুল তথ্য কিংবা বলা ভাল ভুল ধারণা অনেকেই মনেই রয়েছে। যার ফলে এনার্জি তো পোড়েই, সেই সঙ্গে নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে। দেখে নেওয়া যাক, ওই ভুল ধারণাগুলি কী কী!

অয়েল-ফিলড হিটার কি মন্থর এবং কার্যকর নয়?


বিজ্ঞাপন


অয়েল-ফিলড হিটার আসলে গরম হতে সময় লাগে। এই মিথের জেরে এর আসল সুবিধাগুলো নজরে আসে না। এই হিটার অফ করার পর তা তাপ ধরে রাখতে সক্ষম। এর ভেতরে থাকা তেল থার্মাল রিজার্ভার হিসেবে কাজ করে। তাই কারেন্ট অফ হয়ে গেলে তা দীর্ঘক্ষণ তাপ ধরে রাখতে পারে। তাই বহু ইউজারই অন্যান্য পোর্টেবল বিকল্পের তুলনায় সাশ্রয়ের জন্য অয়েল-ফিলড হিটারই খোঁজেন।

আরও পড়ুন: এসি থেকে যেভাবে পাবেন গরম বাতাস

ইনফ্রারেড হিটার কি নিরাপদ নয়?

অনেক সময় ইনফ্রারেড হিটারকে অসুরক্ষিত বলে দাগিয়ে দেওয়া হয়। কারণ প্রচুর তাপ উৎপাদন করার ক্ষমতা রয়েছে এটির। যদিও আধুনিক ইনফ্রারেড হিটারে একাধিক সেফটি ফিচার রাখা হয়। ফলে অন্যান্য রুম হিটারের তুলনায় এটি নিরাপদ। ইনফ্রারেড হিটার দারুণ কার্যকর। সেই সঙ্গে আগুন লাগা কিংবা পোড়ার ঝুঁকিও থাকে না।


বিজ্ঞাপন


main-room

বড় ঘরে কি ফ্যান হিটার ভালো কাজ করে?

বড় ঘর দ্রুত গরম করার জন্য অনেকেই ফ্যান হিটারকে সেরা বিকল্প বলে মনে করেন। কিন্তু আসলে ছোট জায়গার জন্য এগুলো বেশি কার্যকর। এই ধরনের হিটার নির্দিষ্ট একটি এলাকায় সরাসরি গরম হাওয়া প্রবাহিত করে। যা লোকালাইজড হিটিংয়ের জন্য দারুণ। কিন্তু বড় ঘরের প্রতিটি কোণায় তাপ ছড়িয়ে পড়ে না। ফলে সব জায়গা সমান ভাবে গরম হয় না।

সিরামিক হিটারে কি বেশি এনার্জি পোড়ে?

অতিরিক্ত শক্তি অপচয়ের দুর্নাম রয়েছে সিরামিক হিটারের। কিন্তু আসলে সবথেকে এনার্জি-এফিশিয়েন্ট ইলেকট্রিক হিটারের মধ্যে সেরামিক হিটার অন্যতম। এইসব হিটারে সিরামিকের পাত থাকে। যা তাপ উৎপন্ন করে। যা ঘরের মধ্যে সমানভাবে তাপ ছড়িয়ে দেয়। ছোট জায়গায় এই সিরামিক হিটার ব্যবহার করা হলে তা কার্যকর ভাবে ঘর গরম করতে পারে। সেই সঙ্গে অন্যান্য মডেলের তুলনায় কম বিদ্যুৎ পোড়ে। ফলে তা অতিরিক্ত খরচ সাশ্রয় করে।

ROOM-HEATER

দীর্ঘ সময় ব্যবহার করা হলে কোয়ার্ৎজ হিটার শক্তির অপচয় করে?

দীর্ঘক্ষণের ব্যবহারের জন্য অনেকেই এই হিটারকে একেবারেই পছন্দ করেন না। নির্দিষ্ট একটা জায়গাকে অবিলম্বে তাপ প্রদান করতে পারে কোয়ার্ৎজ হিটার। গোটা ঘর দীর্ঘক্ষণ ধরে এটা ব্যবহার করে গরম করা যায় না। এটা কিন্তু কোনও অসুবিধা নয়। বরং এটাই এই ধরনের হিটারের ফিচার।

প্যানেল হিটার কি দুর্বল কিংবা কার্যকর নয়?

প্যানেল হিটার আসলে সময়ে সময়ে ধারাবাহিক ভাবে গরম করতে পারে ঘর। মনে রাখতে হবে যে, এই হিটার কিন্তু ঘর দ্রুত গরম করতে পারে না। অতিরিক্ত শক্তি খরচ না করে স্থিতিশীল তাপমাত্রা বজায় রাখতে পারদর্শী এই ধরনের হিটার।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন