সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমির খানের ‘লাগান’-এর অজানা তথ্য

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ১২:১৮ পিএম

শেয়ার করুন:

আমির খানের ‘লাগান’-এর অজানা তথ্য

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। সিনেমার শুটিং চলাকালীন কত ঘটনার সাক্ষী হন অভিনয় শিল্পীরা। এবার জানা গেল খান সাহেব অভিনীত তুমুল জনপ্রিয় ছবি ‘লাগান’-এর অজানা তথ্য। 

আমির খানের প্রেমিকার সঙ্গে শাহরুখের যোগ!


বিজ্ঞাপন


২০০১ সালে মুক্তি পায় বিগ বাজেটের সিনেমা ‘লগান’। এই সিনেমাটির কাহিনি ও পরিচালনায় ছিলেন আশুতোষ গোয়ারিকর। ছবির ব্যতিক্রমী গল্প সিনেমাপ্রেমীদের প্রশংসা কুড়ায়। এমনকী বিভিন্ন জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। এই ছবিতেই প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেন সুপারস্টার আমির খান।

427561bc6df879f90abbece569d0e1862736e369e8cdcb45

এই ছবির বেশিভাগ শুটিং হয়েছিল গুজরাটের ভূজে শহরে। শুটিং স্পট থেকে শহরের দূরত্ব অনেক বেশি হওয়ায় শহুরে সুযোগ-সুবিধা পেতেন না বলে জানিয়েছেন ‘লাগান’ ছবির অভিনেতা অখিলেন্দ্র মিশ্র। ছবি মুক্তির ২ দশক পর অজানা তথ্য তুলে ধরলেন তিনি। 

আর কতদিন অভিনয় করবেন জানালেন আমির


বিজ্ঞাপন


‘লগান’ ছবিতে অর্জুনের চরিত্রে অভিনয় করেছিলেন অখিলেন্দ্র। সম্প্রতি এক স্বাক্ষাৎকারে অভিনেতা জানান, ‘এই সিনেমার অভিনয়শিল্পী এবং কলাকুশলীদের থাকার জন্য যে ব্যবস্থা করা হয়েছিল, তা সত্যিই বিশ্বমানের ছিল। প্রত্যন্ত জায়গায় অস্থায়ী রেসিডেন্সিয়াল ব্লক তৈরি করা থেকে আন্তর্জাতিক ক্যুইজিনের রান্নাবান্না – সমস্ত কিছুর আয়োজন ছিল। যাতে কলাকুশলীরা বাড়ির মতোই মনে করেন।’

khan_20241116_114958892

ছবির সাফল্যের জন্য তিনি সমস্ত কৃতিত্বই দিয়েছেন প্রোডাকশন ম্যানেজমেন্টকে। অখিলেন্দ্রর কথায়, ‘তারা সমস্ত ব্যবস্থা রেখেছিলেন। বিদেশি শিল্পীদের জন্য কন্টিনেন্টাল খাবারের আয়োজন থাকত। একবার নাম নিলেই তা পাওয়া যেত। তবে মজার ব্যাপার বিদেশি শিল্পীরা ভারতীয় খাবার বেশি পছন্দ করতেন।’

এক ফ্রেমে রণবীর-আমির জানালেন আলিয়া

বলে রাখা ভালো, ভুজে শুটিং শেষ হওয়ার কিছু মাসের পর ভয়ংকর ভূমিকম্পে চরম ক্ষতিগ্রস্ত হয়েছিল শহরটি। এই ছবি সবার আগে ভুজের একটি স্থানীয় সিনেমা হলে মুক্তি পেয়েছিল। সেদিন সিনেমা চলাকালীন সময় হঠাৎ লোডশেডিং হয়। তারপর জেনারেটর এনে দেখানও হয় ‘লাগান’।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর