রংপুরের গঙ্গাচড়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে পৃথক অভিযানে বুলবুল আহমেদ ও আখতারুজ্জামান মানিককে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে গঙ্গাচড়া বাজার এলাকা থেকে বুলবুল আহমেদকে গ্রেফতার করা হয়। আর রাত ১০টার দিকে বেতগাড়ী বাজার থেকে গ্রেফতার করা হয় আখতারুজ্জামান মানিককে।
গ্রেফতার বুলবুল আহমেদ উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাচড়া বাজার এলাকার জমসের আলীর ছেলে। তিনি রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আখতারুজ্জামান মানিক উপজেলার বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, পুলিশের বিশেষ অভিযানে বুলবুল আহমেদ ও আখতারুজ্জামান মানিক নামের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ দু'জনকে আদালতে তোলা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

