কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর থেকেই কোচ নিয়ে জটিলতায় ভুগছে ব্রাজিল। কার্লো আনচেলত্তিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে চেয়েছিল বারজিলের ফুটবল ফেডারেশন। তবে ইতালিয়ান এই কোচ রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করায় তা আর সম্ভব হয়নি। এ কারণেই সেলেসাওদের কোচের পদে আসীন হতে দেখা যায় দরিভাল জুনিয়কে। তবে দ্বদেশী কোচের অধীনে কোনোভাবেই সফলতার দেখা পাচ্ছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সবশেষ আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের পর থেকেই দরিভালকে নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। ব্রাজিলিয়ান এই কোচ চাকরি হারাতে চলেছেন এমন নিশ্চয়তাও দিয়েছেন অনেকেই। তবে দরিভালের পর কে হবেন ব্রাজিলের নতুন কোচ তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
বিজ্ঞাপন
দরিভালের পর ব্রাজিলের কোচ হওয়ার ক্ষেত্রে ফের আলোচনায় আনচেলত্তির নাম। সেলেসাওদের কোচের পদ তাকেই দেখা যাবে এমনটাই বলছে বিভিন্ন সংবাদমাধ্যম। তবে ইতালিয়ান এই কোচকে পাওয়া খুব একটা সুবিধা হবে না বলেই ধারণা করা হচ্ছে।
রিয়ালের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি আছে রিয়ালের। এর আগেই আনচেলত্তিকে নিয়োগ করতে হলেও অন্তত চলতি মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করতেই হবে সেলেসাওদের। এদিকে আনচেলত্তিকে যদি শেষ পর্যন্ত না পাওয়া যায় সে জন্য প্ল্যান বি ও প্রস্তুত রেখেছে ব্রাজিল।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেষ পর্যন্ত আনচেলত্তিকে না পাওয়া গেলে, হোর্হে জেসুসকে কচ করার কথা ভাবছে ব্রাজিল। পর্তুগীজ এ কোচ বর্তমানে আল হিলালের দায়িত্বে আছেন। তবে চলতি মৌসুমেই চুক্তির মেয়াদ শেষ হবে তার। শেষ পর্যন্ত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কার অধীনে আগামী বিশ্বকাপে খেলবে তা হয়তো জানা যাবে আরও কিছুদিন পরই।