শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ঢাকা

পিএসজির বিপক্ষে ম্যাচ নিয়ে এখনই ভাবছেন না এমবাপে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

loading/img

চলতি মৌসুমের শুরুতেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। লস ব্লাঙ্কোসদের জার্সি গায়ে প্রথম দিকে বেশ সমালোচনা সহ্য করতে হয়েছে তাকে, নিজেকে মেলে ধরতে পারছিলেন না সেভাবে। তবে ধীরে ধীরে নিজের চেনা ছন্দ খুঁজে পেয়েছেন তিনি। রিয়ালের হয়ে সব প্রতিযোগীতা মিলিয়ে চলতি মৌসুমে তিনি করেছেন ৩১ গোল। লা-লিগা, চ্যাম্পিয়ন্স লিগ সহ একাধিক শিরোপা জয়ের সম্ভাবনাও আছে তার সামনে।

এদিকে পিএসজির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার এমবাপে। ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি গোলও তার। তবে ফরাসি জায়ান্টদের হয়ে কখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি তার। এদিকে এবারের চ্যাম্পিয়ন্স লিগেই আবার নিজের সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে হতে পারে এমবাপেকে।


বিজ্ঞাপন


চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ আর্সেনাল। প্রিমিয়ার লিগের ক্লাবটির বিপক্ষে দুই লেগে আগামী ৮ ও ১৬ এপ্রিল মাঠে নামবে রিয়াল। ওদিকে শেষ আটে পিএসজির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা, দুই দলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯ ও ১৫ এপ্রিল।

শেষ আটে রিয়াল ও পিএসজি- এ দুই দলই যদি জয় পায় তাহলে সেমিফাইনালেই দেখা হয়ে যেতে পারে এমবাপের সাবেক ও বর্তমান দুই ক্লাবের। ফুটবলপ্রেমীরা এ নিয়ে ইতোমধ্যেই হিসাব শুরু করে দিয়েছেন। তবে পিএসজির সঙ্গে সম্ভাব্য ম্যাচ নিয়ে এখনই ভাবতে চান না এমবাপে।

পিএসজির সঙ্গে সম্ভাব্য ম্যাচ নিয়ে প্রশ্ন করলে এমবাপে বলেন, “আমাকে সেটা ভাবতে বাধ্য করলে তা হবে আপনার সবচেয়ে বাজে ভুল। গত মৌসুমের কথা মনে পড়ে যাচ্ছে আমার, যখন সবাই ধারণা করছিল যে, পিএসজি ও রেয়ালের ফাইনাল হবে। কিন্তু শেষ পর্যন্ত আমরা (পিএসজি) ফাইনালে উঠতে পারিনি। আমার ভাবনায় এখন শুধুই আর্সেনাল, কোয়ার্টার-ফাইনালে যারা আমাদের প্রতিপক্ষ।”

এমবাপে আরও বলেন, “আমরা সব প্রতিযোগিতায় অংশ নেই। মৌসুমের এই শেষ ভাগে এসে দারুণ অর্জনের হাতছানি আছে আমাদের সামনে। প্রাণশক্তির সবটুকুই নিবেদিত হওয়া উচিত আমাদের দিকে এবং সামনের ম্যাচগুলোয়। এই ধরনের অনুমানগুলো (পিএসজি-রেয়াল লড়াই) ভক্ত-সমর্থকদের ওপর ছেড়ে দেওয়া উচিত, যারা ভবিষ্যদ্বাণী করতে পারে, বাড়াবাড়িও করতে পারে। আমাদের এসব নিয়ে ভাবার সময় নেই।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

News Hub