টানা দশ ম্যাচের দাপুটে পারফর্মেন্স। একাদশে টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলার। নিজস্ব কন্ডিশনের সঙ্গে লাখো দর্শকের গগনবিদারী সমর্থন। এতকিছু পক্ষে থাকার পরও অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় শিরোপা হাতছাড়া ভারতের। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি রোহিত-কোহলি। এরই মধ্যে ২০২৭ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে চাপ দিচ্ছে ভারত। এমনটায় জানায় ডেইলি মেইলের এক প্রতিবেদন।
প্রতিবেদনের তথ্য অনুসারে, ২০২৭ বিশ্বকাপের ১৪তম আসর বসবে দক্ষিণ আফ্রিকায়। আর সেই বিশ্বকাপে ফরম্যাট বদলে হবে ১৪ দলের বৈশ্বিক আসর, যা দুই বছর আগেই জানিয়েছিল আইসিসি। তবে এখানেই ঘটে বিপত্তি, ভারতীয় সম্প্রচারক সংস্থাগুলো দাবি জানাচ্ছেন ২০২৩ ফরম্যাটের মতো দশ দলের বিশ্বকাপ হোক দক্ষিণ আফ্রিকা আসরও। কারন হিসেবে প্রতিবেদনটিতে জানায়, সদ্য শেষ হওয়া ভারত বিশ্বকাপে প্রচুর লাভের মুখ দেখেছে ভারতের সম্প্রচারক সংস্থাগুলো। যার জন্য ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসরও এই ফরম্যাটে চান ভারতের সম্প্রচারক সংস্থাগুলো।
বিজ্ঞাপন
আরও পড়ুন-বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও ভারত ত্যাগ করতে পারবে না অস্ট্রেলিয়া
আরও পড়ুন-যেভাবে এক সুতোয় গাঁথা পড়লেন কোহলি-শচীন
আরও পড়ুন-হারের পর রোহিতদের ড্রেসিংরুমে যে বার্তা দিলেন মোদি
১৪ দলের টুর্নামেন্ট হলে সেখানে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে, সে ক্ষেত্রে ম্যাচের পরিমান কমে যাবে। ফলে একটা দল গ্রুপ পর্ব পাবে ৬টি ম্যাচ। আর এখানেই ঘটে যা সমস্যা। কেননা ডিজনি স্টার গত বছর আইসিসির সঙ্গে চার বছরের চুক্তিটি করেছে। ফলে ২০২৭ বিশ্বকাপেও তারা আছে সম্প্রচারক হিসেবে।
বিজ্ঞাপন
কিন্তু দক্ষিণ আফ্রিকা আসরে ফরম্যাট বদলে গেলে ভারতসহ সবার ম্যাচ সংখ্যা কমে যাবে। সেক্ষত্রে এবারের মতো বিপুল লাভের মুখ দেখতে পারা নিয়ে থাকে ধোয়াশা! যার জন্য ২০২৭ বিশ্বকাপেও এবারের মতো ফরম্যাট চায় ভারতীয় সম্প্রচারক সংস্থাগুলো। সদ্য শেষ হওয়া বিশ্বকাপ কোটি দর্শক দেখেছে টিভিতে-মোবাইলে। ফলে ভারতের সম্প্রচার সংস্থা ডিজনি স্টার বেশি ম্যাচের নিশ্চয়তাই চায়। সেক্ষেত্রে এবারের ফরম্যাটই তো সুবিধাজনক।
আরও পড়ুন-এক বছরেই দুই বার হেডের কাছে কপাল পুড়ল ভারতের
আরও পড়ুন-চ্যাম্পিয়ন হয়ে হুমকির মুখে দুই অজি তারকার আইপিএল ক্যারিয়ার!
আরও পড়ুন-ভারতের ভরাডুবির দিনে প্রতিশোধ নিলেন বাবর!
ভারতের সম্প্রচারক সংস্থাগুলোর এভাবে আইসিসির ওপর চাপ দিতে পারে কিভাবে! এনিয়ে ডেইলি মেইলের প্রতিবেদনের তথ্য অনুসারে, গত বছর আগামী চার বছরের জন্য আইসিসির সম্প্রচারের স্বত্ত্ব চুক্তি করে ভারতের সম্প্রচারক সংস্থা ডিজনি স্টার। যেখানে আইসিসিকে ২৪০ কোটি পাউন্ড দিচ্ছে সংস্থাটি। যেখানে বিগত আট বছরে এর ধারে কাছে যেতে পারেনি আইসিসি।
ডেইলি মেইলের প্রতিবেদনের তথ্য অনুসারে, আইসিসির ৮০ শতাংশ যেহেতু ভারতের সম্প্রচারক সংস্থাগুলো সরবরাহ করে, সে ক্ষেত্রে তাদের চাহিদা আইসিসিকে প্রভাব ফেলতে পারে। তবে আইসিসি জানিয়ে দিয়েছে, ২০২৭ বিশ্বকাপের সূচি বদলানো হবে না। কেননা তারা ১৪ দলের টুর্নামেন্ট জেনেই চুক্তি করেছে। তবে ডেইলি মেইল লিখেছে, আইসিসির শীর্ষ কর্তাদের অনেকে তাদের জানিয়েছে যে, ফরম্যাট বদলের বিষয়টি আইসিসি ভাবছে। শেষ পর্যন্ত কি হয় তা সময় বলে দিবে।