শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

হারের পর রোহিতদের ড্রেসিংরুমে যে বার্তা দিলেন মোদি 

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩, ০৮:০৭ পিএম

শেয়ার করুন:

হারের পর রোহিতদের ড্রেসিংরুমে যে বার্তা দিলেন মোদি 

দেড় মাসের দীর্ঘ লড়াই শেষে গতকাল পর্দা নেমেছে ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ এর। একদিনের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের শিরোপা জয়ের লড়াইয়ে ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। অজিদের ষষ্ঠ শিরোপা জয়ের দুর্দান্ত যাত্রায় কাল শোকে স্তব্ধ হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। টানা ১০ ম্যাচ অপরাজিত থেকেও সোনালি ট্রফির স্বপ্নপূরণ হল না ভারতের। ফলে অজিরা যখন সেলিব্রেশনে ছিল, ভারতের ড্রেসিংরুমে তখন থমথমে পরিবেশ। আর এ সময় মেন ইন ব্লুর পাশে দাঁড়াতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৌঁছে যান রোহিত-কোহলিদের ড্রেসিংরুমের অন্দরে।

সেখানে বিশ্বকাপের সর্বাধিক উইকেট পাওয়া বোলার মোহাম্মদ শামিকে বুকে টেনে নেন মোদি। আবার কখনও ভারতের ক্রিকেটারদের মনোবল বাড়ানের জন্য পেপটকও দেন তিনি। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকা পেসার শামি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন।


বিজ্ঞাপন


সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি দিয়ে শামি লেখেন, ‘গতকাল দিনটা আসলে আমাদের ছিল না। আমি সকল ভারতীয়কে ধন্যবাদ দেবো পুরো বিশ্বকাপ জুড়ে আমার ও আমাদের দলের পাশে থাকার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে ড্রেসিংরুমে এসে আমাদের পাশে দাঁড়িয়ে মনোবল বাড়ালেন, তার জন্য তাঁকে ধন্যবাদ জানাই। আমরা ঠিক ঘুরে দাঁড়াব।’

PM-Narendra-Modi-visited-Indian-dressing-room-after-ICC-World-Cup-final-loss_20231120_201212934

অন্যদিকে মোহাম্মদ শামির পাশাপাশি ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদির ভারতীয় ড্রেসিংরুমে আসার ছবি শেয়ার করেছেন। সেই ছবির ক্যাপশনে জাদেজা লিখেছেন, ‘পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা ভালো পারফর্ম করেছি। কিন্তু গতকাল শেষটা ভালো করতে পারিনি। আমাদের সকলের হৃদয় ভারাক্রান্ত। কিন্তু সকলের সমর্থনে আমরা এগিয়ে যাব। গতকাল আমাদের ড্রেসিংরুমে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর