মুনতাসির মামুনের লেখা ‘পৃথিবীর পথে বাংলাদেশ: সাইকেলে আলাস্কা থেকে টরন্টো’ বইয়ের প্রকাশনা উৎসব গত ১২ নভেম্বর শনিবার টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউর মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।
টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী এবং বইটি নিয়ে আলোচনা করেন লেখক ও অনুবাদক ফারহানা আজিম শিউলি।
বিজ্ঞাপন
মুনতাসির মামুন একজন সাইকেল পরিব্রাজক ও পর্বতারোহী। পৃথিবীর ছয়টি মহাদেশ তিনি সাইকেলে ভ্রমণ করেছেন। পেশাগতভাবে মামুন একজন প্রকৌশলী। ২০১৪ সালে অস্ট্রেলীয় বন্ধু সারাহ-জেন সল্টমার্শসহ ৯৪ দিনে সাইকেল চালিয়ে যুক্তরাষ্ট্রের আলাস্কা থেকে টরন্টোতে পৌঁছেন মুনতাসির মামুন। তাদের সেই ভ্রমণ বৃত্তান্ত চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে এই বইয়ে। ২৯২ পৃষ্ঠার বইটি গত অক্টোবরে প্রকাশিত হয়েছে বাংলাদেশের ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) থেকে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষক ফারহানা আজিম শিউলি লেখক মুনতাসির মামুনের ভূয়সী প্রশংসা করেন। তিনি ভ্রমণ বৃত্তান্ত শৈল্পিকভাবে উপস্থানের প্রশংসা করেন।
প্রকাশনা অনুষ্ঠানে স্ক্যারবরো সাউথ ওয়েস্টের এমপিপি (মেম্বার অফ প্রভিন্সিয়াল পার্লামেন্ট) ডলি বেগম ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেন নি। তবে তিনি এমন এক কষ্টসাধ্য পথে সাইকেল চালানো এবং তার উপর একটি গ্রন্থ রচনার জন্য মুনতাসির মামুনকে সাধুবাদ জানান। ডলি বেগম তার শুভেচ্ছায় জানান, এমন একটি গ্রন্থ পরবর্তী প্রজন্মকে ভ্রমণে আগ্রহী করে তোলার সাথে সাথে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ এবং জনপদের সাথে পরিচয় করিয়ে দেবে।
প্রধান অতিথির বক্তব্য শেষে উপস্থিত দর্শকদের সাথে মনবিনিময় করেন মুনতাসির মামুন। এসময় তাকে প্রশ্ন করেন শিল্পী সৈয়দ ইকবাল, লেখক ঋতু মীর, সাংবাদিক সুমন রহমান, সাংবাদিক শওগাত আলী সাগর, লেখক শারমিন শর্মী, সাংস্কৃতিক কর্মী দেলোয়ার হোসেন দুলাল, কবি হোসনে আরা জেমী এবং চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম বাবুল। প্রকাশনা উৎসবটি সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক।
বিজ্ঞাপন
মুনতাসির মামুন ১৯৮২ সালের ১০ নভেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেছেন ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল, নটরডেম কলেজ এবং গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে।
তিনি ওশান কনজারভেন্সি এবং ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল ওয়ার্ল্ড ট্যুরের বাংলাদেশ সমন্বয়ক। তিনি ভ্রমণ, অভিযান ও পরিবেশ নিয়ে লেখালেখি করছেন দুই দশকের বেশি সময় ধরে। পরিবেশ নিয়ে গবেষণা গণসচেতনতা জন্য তিনি ওয়ার্ল্ড ব্যাংকের ‘কানেক্ট ফর ক্লাইমেট’ এবং ব্রিটিশ কাউন্সিলের ‘ইন্টারন্যাশনাল ক্লাইমেট চ্যাম্পিয়ন’ পুরস্কারে ভূষিত হন। আলোকচিত্রী হিসেবে তিনি আইইউসিএন’র ‘বায়োডাইভার্সিটি ইন ফোকাস’ এবং ‘ইন্টারন্যাশনাল এইডস সোসাইটি’ পুরস্কার লাভ করেছেন।
দেশে বিদেশে তার তোলা আলোকচিত্রের ছয়টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। পর্বতারোহণ নিয়ে প্রকাশিত তার দুটি গ্রন্থ হচ্ছে ‘এভারেস্ট’ (২০০৫) এবং ‘দ্য টার্টেল নেক’ (২০০৮)।
জেবি