ফিলিস্তিনে চলছে নারকীয় হত্যাকান্ড। ইসরায়েলি বাহিনী মুসলমানদের অন্যতম পবিত্র এই ভূখণ্ডে রীতিমত গণহত্যা চালাচ্ছে। ফিলিস্তিনবাসীর প্রতি চালানো এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করতে আজ বিশ্বে পালিত হয়েছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি। বাংলাদেশেও পালিত হয়েছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। এদিকে আগামী ১২ এপ্রিল ‘মার্চ ফর গাজা’ নামে আরেকটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে যাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ কর্মসূচির কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আগামী ১২ এপ্রিল শনিবার বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি। এবং ফিলিস্তিনিবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দেই।’
বিজ্ঞাপন
এর আগে গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত গাজার দালানকোঠার ছবি পোস্ট করেন। তাঁর কণ্ঠেও নির্যাতিতদের প্রতি কান্না ঝরেছে। ৩৯ বছর বয়সী বাংলাদেশের ক্রিকেটার লিখেছেন, ‘হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন। হে রাহমানুর রাহিম, দয়া করে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষাকর্তা। দয়া করে তাদের রক্ষা করুন ও বিজয়ী বানিয়ে দিন। আমিন। হে রব, এটা সহ্য করা যাচ্ছে না। আপনি আল-আহাদ, আপনি আস-সামাদ। হে আল্লাহ, দয়া করে রক্ষা করুন।’
ফিলিস্তিনিদের প্রার্থনার আহ্বান জানিয়েছিলেন মেহেদী মিরাজ, মুশফিকুর রহিমও। গাজার বিধ্বস্ত ঘরবাড়ির ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘গাজার আকাশ আজও বারুদের গন্ধে ভারী। গাজার আকাশ আজ অন্ধকার। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘরবাড়ি। নিস্তব্ধ শিশুরা কাঁদছে নিঃশব্দে। প্রতিটি কান্না প্রতিধ্বনিত হচ্ছে আমাদের হৃদয়ে। আসুন, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ মিলাই, নির্যাতিতদের পাশে দাঁড়াই, আর গাজার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করি। হে আল্লাহ, নির্যাতিতদের ধৈর্য দিন, গাজাকে শান্তি ও নিরাপত্তা দিন। হে পরাক্রমশালী আল্লাহ, গাজাকে হেফাজত করুন, অসহায়দের সহায়তা করুন। আপনি সর্বশক্তিমান।’
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আজ সকালে ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করেন মুশফিকুর রহিম। ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘ওহ আল্লাহ। নির্যাতিতদের সব জায়গায় সাহায্য করুন। ওহ আল্লাহ আপনি তাদের রক্ষাকর্তা, সাহায্যকারী ও শক্তিদাতা হিসেবে কাজ করুন।’