বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিশ্বের সর্বশেষ ঈদ অস্ট্রেলিয়াতে

খলিলুর রহমান, ক্যানবেরা থেকে
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ০৯:২৫ এএম

শেয়ার করুন:

loading/img

ভৌগলিক অবস্থানের কারণে প্রতিবছর অস্ট্রেলিয়ায় প্রথমে ঈদ উদযাপিত হয়, তবে এ বছর এর ব্যতিক্রম হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) অস্ট্রেলিয়াতে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়, যা বিশ্বের সর্বশেষ ঈদ জামাত হিসেবে গণ্য করা হয়। ক্যানবেরা এবং অন্যান্য শহরেও ঈদ উদযাপন হলেও, এখানকার মুসলিম সম্প্রদায় অন্য দেশগুলোর তুলনায় এক দিন পরে ঈদ পালন করেছে।

ক্যানবেরার গাঙ্গালিন মসজিদের ইমাম মাহমুদুল হাসান ঢাকা মেইলকে জানান, ‘প্রতিবছর আমরা সবার আগে ঈদ উদযাপন করি, কিন্তু এ বছর ঈদ উদযাপন করেছি সবার পরে।’ এর কারণ হিসেবে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশে ২৯ রোজা পালন করা হলেও, অস্ট্রেলিয়াতে ৩০ রোজা পালন করা হয়েছে, যার ফলে এক দিন পরে ঈদ উদযাপন করা হয়েছে।


বিজ্ঞাপন


Eid

ঈদের তারিখ নির্ধারণে অস্ট্রেলিয়াতে দুটি আলাদা পদ্ধতি অনুসরণ করা হয়। একটি পদ্ধতি হলো— ‘মুনসাইটিং’, যেখানে চাঁদ সরাসরি আকাশে দেখা গেলে ঈদের দিন ঘোষণা করা হয়। অন্য পদ্ধতি হলো— ফতোয়া কাউন্সিলের বৈজ্ঞানিক বিশ্লেষণ, যা বিভিন্ন আন্তর্জাতিক ফতোয়া পরিষদের নির্দেশিকা অনুসরণ করে। এ বছর ফতোয়া কাউন্সিলের অনুসারীরা ৩১ মার্চ ঈদ উদযাপন করেন, কারণ তারা ৩০ রোজা পূর্ণ করেন। তবে মুনসাইটিং অনুসারীরা চাঁদ না দেখায় এক দিন পর, অর্থাৎ ১ এপ্রিল ঈদ উদযাপন করেন।

eid3

৩১ মার্চ ক্যানবেরার মসজিদগুলোতে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হলেও, ১ এপ্রিল অনুষ্ঠিত জামাতে মুসল্লির সংখ্যা ছিল অনেক কম। ঈদের জামাতে অংশ নেওয়া মজুমদার তুষার ঢাকা মেইলকে জানান, ‘৩১ মার্চ ঈদের প্রস্তুতি নিয়েছিলাম, অফিসের ছুটি নিয়েছিলাম, কিন্তু চাঁদ না দেখায় আজ ঈদ উদযাপন করছি।’ 


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘এক দিন পরে ঈদ হওয়ায় মুসল্লির সংখ্যা কম এবং অনেকেই কাজের কারণে নামাজ শেষে দ্রুত চলে যায়, ফলে ঈদের অনুভূতি অনেকটাই হালকা থাকে।’

কেআর/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub