শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

আয়নাঘরে চেয়ারে বসিয়ে মিনিটে ১২০ বার ঘুরাত: মুফতি আমির হামজা  

প্রবাস ডেস্ক, আশরাফুল মামুন, মালয়েশিয়া 
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

loading/img

কুষ্টিয়ার ইসলামি বক্তা মুফতি আমির হামজা বলেছেন, আয়নাঘরে রিমান্ডে থাকা অবস্থায় এক যুবদল নেতাকে পেয়েছিলাম। তাকে বিএনপি করার কারণে একটি হাতওয়ালা চেয়ারে বসিয়ে হাত পা বেধে মিনিটে ১২০ বার ঘুরানো হয়েছে। এছাড়া বিশেষ মেশিনের সাহায্যে আঙ্গুলের নখ তুলে লবণ ছিটিয়ে দেওয়া হয়েছে।  

গতকাল সোমবার (১০ মার্চ) কুয়ালালামপুরে বাংলাদেশ প্রবাসী মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে আয়নাঘরের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


মুফতি আমির হামজা বলেন, তখন ওই যুবদল নেতার সঙ্গে আমিও আয়নাঘরে আটক ছিলাম। ঠুনকো একটা মামলা দিয়ে আমাকে জামিন ছাড়া ৩ বছর আটকে রেখেছিল। 

মুফতি আমির হামজা আরও বলেন, বিএনপি এখন মজলুম দল। তারেক রহমানের পিএস মিয়া নুরুদ্দিন অপু আমার সাথে ৩ বছর ছিলেন আয়নাঘরে। তারেক রহমানের পিএস গিয়াসউদ্দিন মামুনের সাথে আয়নাঘরে মাঝেমাঝে লুডু খেলতাম। ২৪ ঘন্টা সিসি ক্যামেরায় দিয়ে নজর রাখতো এবং তালাবদ্ধ করে রাখতো। যাতে আমাদের ২ জনের সাথে কেউ কথা না বলতে পারে। শুধু তারেক জিয়ার সাথে উনার পরিচয় ছিল আর আমার সাথে মামুনুল হক ছিলেন এজন্য আমাদের উপর এত কড়াকড়ি হয়েছে। এ দৃশ্যগুলো বর্ণনা করতে এখনও ভয় লাগে। অথচই এগুলোই আমাদের উপর ট্রেস হয়েছে, এগুলোই আমি পার করে এসেছি।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএইচডি গবেষক মিছবাহ উদ্দিন, প্রধান আকর্ষণ ছিলেন, নাগাইশ দরবারের শরীফের পীর হঃ মাঃ মোশতাক ফয়েজী। ২য় বক্তা ছিলেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, ৩য় বক্তা মাওলানা হোসাইন আহমাদ।  সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. রমজান আলী। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী মুসলিম কমিউনিটির গোলাম  কবির, আল ইমরান,  মনির হোসেন পাটোয়ারী, কে এ সবুজ,  আবুল বাসার, রফিকুল ইসলাম, আবু সাইদ, মফিজ উদ্দিন, মোঃ ইমন, আবু হানিফ,  মো. রবিউল,জাহাঙ্গীর আলম, ও  মেঃ ওয়াসিম সহ আরও অনেকে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub