মালয়েশিয়ায় অবস্থিত বৃহত্তর বরিশাল সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়ালালামপুরের হোটেল ওইসমা গিতাসলি বলরুমে শনিবার (৯ মার্চ) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানটি সংগঠনের সভাপতি মঞ্জু খার সভাপতিত্বে এবং বাদল কারার ও মিরাজ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোস্তাক ফয়েজী।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা তালহা মাহমুদ, সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মির্জা সালাউদ্দিন, সহ-সভাপতি মো. আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাসার, রায়হান মিরাজ, বশির আলম এবং অন্য সদস্যরা।
এছাড়া, সহ-সাধারণ সম্পাদক ডা. পারভেজ, মাসুদ রানা, মিজান ব্যাপারী, ইমন আলী আলম, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, মো. রমজান আলী, আঃ আজিজ মোল্লা, মিনহাজ মন্ডল, মারুফ হাওলাদার, জাহাঙ্গীর আলম, সোহেল হাওলাদার, আরিফ মাহমুদ খান, আবু হানিফ, মো. মামুন, শাহাদাত হোসেন মিলন, আমিনুল, ইব্রাহিম আকন্দ, জসীম হাওলাদার, আবির শেখ, আরাফাত হোসেনসহ আরও অনেক সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে সমগ্র মুসলিম উম্মাহ ও প্রবাসীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এইউ