রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

ইতালিতে সঞ্চারী সংগীতায়নের বহুজাতিক সাংস্কৃতিক সন্ধ্যা 

জমির হোসেন, ইতালি থেকে 
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৫, ০১:১৪ পিএম

শেয়ার করুন:

loading/img

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সঞ্চারী সংগীতায়ন ইতালির রোমে বহুজাতিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।

প্রতিবছরের মতো এবারো সঞ্চারী সংগীতায়ন একটি ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন ভাষাভাষী মানুষদের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশকে উপস্থাপন করেছে।


বিজ্ঞাপন


স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে নৃত্য, গান ও কবিতা আবৃত্তি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে শিশু কিশোরসহ সব বয়সীদের মনোমুগ্ধকর সংগীত আনন্দ দেয় আগত অতিথিসহ অন্য সাংস্কৃতিক পিয়াসীদেরকে। কখনো নৃত্য কখনো গান এভাবেই চলতে থাকে সন্ধ্যা পর্যন্ত। 

অনুষ্ঠানটি শেষ পর্যন্ত উপভোগ করেন আগত অতিথিরা। সঞ্চারী সংগীতায়নের প্রতিষ্ঠাতা ও শিক্ষক সুস্মিতা সুলতানা ও সানজিদা আক্তারের পরিচালনায় সংগীত পরিবেশন করেন- সঞ্চারী সংগীতায়নের উদীয়মান শিক্ষার্থীরা- ইতালীয় ও ল্যাটিন আমেরিকাসহ বিভিন্ন দেশের সংগীত পরিবেশন করেন। 

italy4

এসময় ইতালির কয়েকজন নাগরিক মহান একুশে ফেব্রুয়ারির তাৎপর্য বাংলা, ইতালিয়ান ও ইংরেজিতে তুলে ধরেন, কয়েকজন ইতালীয় নাগরিক বাংলায় গান পরিবেশন করে সবাইকে তাক লাগিয়ে দেন। গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান- এ শিরোনামে গানটি তারা গাওয়ার পর সবাই আবেগে আপ্লূত হয়ে পড়েন। 


বিজ্ঞাপন


অন্যদিকে, এক দৃষ্টি প্রতিবন্ধী নারী একটি বাংলা গান পরিবেশন রীতিমতো সাড়া জাগায় অনুষ্ঠানের শ্রোতাদের। সেই সঙ্গে অনুষ্ঠানকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে।
 
অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, অভিবাসন পরামর্শক সংগঠনসহ অন্য প্রতিষ্ঠানের মানুষেরা উপস্থিত ছিলেন। আগত অতিথিদের ধন্যবাদ জানান সঞ্চারীর শিক্ষক সুস্মিতা সুলতানা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইফতেখার আলম। 

italy

উল্লেখ্য, রোমে একমাত্র সাংস্কৃতিক সংগঠন সঞ্চারী সংগীতায়ন দীর্ঘ প্রায় ১১ বছর ধরে ইতালিতে বেড়ে উঠা শিশু-কিশোরদের বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, দেশি-বিদেশিদের মধ্যে তুলে ধরে দেশকে উপস্থাপন করে আসছেন।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন