শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গোপালগঞ্জ থেকে খুলনায় এনসিপি নেতারা, আসছেন সংবাদ সম্মেলনে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০৭:৫৩ পিএম

শেয়ার করুন:

NCP2
গোপালগঞ্জে হামলার মুখে পড়েন এনসিপি নেতারা। ছবি: সংগৃহীত

কর্মসূচি পালন করতে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার মুখে পড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা সেনাবাহিনী ও পুলিশের পাহারায় খুলনায় পৌঁছেছেন। এখন তারা খুলনা সার্কিট হাউজে অবস্থান করছেন। রাতেই তারা সাংবাদিকদের মুখোমুখি হবেন।

গোপালগঞ্জ থেকে খুলনা পৌঁছে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন।


বিজ্ঞাপন


রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। সেখান থেকেই তাদের কর্মসূচি নিয়ে পরবর্তী পরিকল্পনা জানানো হবে।

মুশফিক উস সালেহিন বলেন, জুলাই পদযাত্রার পরবর্তী কর্মসূচি এবং আজকের সামগ্রিক পরিস্থিতি সেগুলো নিয়ে সবাইকে ব্রিফ করবেন আমাদের শীর্ষ নেতৃবৃন্দ।

Nahid-gopalgonj

এর আগে বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার পর এনসিপির শীর্ষ নেতারা গোপালগঞ্জ ত্যাগ করেন।


বিজ্ঞাপন


মুশফিক উস সালেহিন জানান, কড়া পাহারায় তাদের ১৫ থেকে ১৬টি গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়ে। এই বহরে এনসিপি নেতাদের মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা ছিলেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত ছিল। আমরা প্রশাসনকে সতর্ক রেখেছিলাম। কিন্তু আকস্মিকভাবেই ঘটনা ঘটেছে। এরপর অতিদ্রুত আইনশৃঙ্খলা বাহিনী এনসিপি নেতৃবৃন্দকে প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। তারা নিরাপদে আছেন।

Gop3

গোপালগঞ্জের স্থানীয় একজন সাংবাদিক জানান, সমাবেশ শেষ করে এনসিপি নেতা নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারাসহ শীর্ষ নেতারা সার্কিট হাউস এলাকা অতিক্রমের সময় তাদের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সমাবেশস্থলের চেয়ার টেবিলে আগুন ধরিয়ে দেওয়া হয়। উত্তেজনার মধ্যেই এনসিপি নেতারা সারাদেশ থেকে মুজিববাদের কবর রচনার ঘোষণা দেন।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর