শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সমাবেশ শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা, ভাঙচুর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

সমাবেশ শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা, ভাঙচুর
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। অনেক গাড়িও ভাঙচুর করে তারা।

বুধবার (১৬ জুলাই) দুপুরে সমাবেশ শেষ করে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। হামলারকারীরা তাদের ওপরও চড়াও হয়। পরে অনেককে পুলিশ সুপারের কার‌্যালয়ে প্রবেশ করতে দেখা যায়।


বিজ্ঞাপন


সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, হামলার ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়।

এর আগে, ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিন দুপুরে শহরের সমাবেশস্থলে তারা হঠাৎ করে মিছিল নিয়ে এসে মঞ্চে চড়াও হয়। এসময় সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করার পাশাপাশি এনসিপির উপস্থিত নেতাকর্মীদেরও মারধর করে তারা।

হামলার পরও সমাবেশে অংশ নেন এনসিপি নেতারা। এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।


বিজ্ঞাপন


এর আগে, দুপুর ২টার দিকে গোপালগঞ্জ সদরে সমাবেশ মঞ্চে এসে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা।

এদিকে, সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা পর রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। ইতোমধ্যে বিকেল ৩টার দিকে তারা গোপালগঞ্জ জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন নাহিদ, হাসনাত, সারজিসসহ এনসিপির নেতারা।

বিইউ/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর