শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গোপালগঞ্জে এনসিপি নেতারা নিরাপদে আছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

NCP1
গোপালগঞ্জে এনসিপির শীর্ষ নেতারা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে এনসিপি নেতারা নিরাপদে আছেন। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার পর সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের প্রটেকশন দিয়ে সার্কিট হাউসে নিয়ে যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সূত্র বুধবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


পরিস্থিতি জানতে চাইলে সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত ছিল। আমরা প্রশাসনকে সতর্ক রেখেছিলাম। কিন্তু আকস্মিকভাবেই ঘটনা ঘটেছে। এরপর অতিদ্রুত আইনশৃঙ্খলা বাহিনী এনসিপি নেতৃবৃন্দকে প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। তারা নিরাপদে আছেন।

444

গোপালগঞ্জে যোগাযোগ করা হলে স্থানীয় একজন সাংবাদিক জানান, সেনাবাহিনী নামার পর পরিস্থিতি শান্ত হয়ে আসছে। সমাবেশ শেষ করে এনসিপি নেতা নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারাসহ শীর্ষ নেতারা সার্কিট হাউস এলাকা অতিক্রমের সময় তাদের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সমাবেশস্থলের চেয়ার টেবিলে আগুন ধরিয়ে দেওয়া হয়। উত্তেজনার মধ্যেই এনসিপি নেতারা সারাদেশ থেকে মুজিববাদের কবর রচনার ঘোষণা দেন।

এইচজে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর