শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০৮:৪৬ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবোরধ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে ঢাক-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্ররা।

বুধবার (১৬ জুলাই) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর পুলিশ ক্যাম্প এলাকায় প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোপ করেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্রদের নেতা-কর্মীরা। এসময় মহাসড়কের দুপাশে দীর্ষ যানজটের সৃষ্টি হয়। পরে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে অবোরধ তুলে নেন বিক্ষোভ কারিরা।


বিজ্ঞাপন


তারা জানান, নির্যাতনের প্রতিবাদে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এসময় গোপালগঞ্জের হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারসহ শাস্তির দাবি করেন তারা। এছাড়া দোষীদের বিচার না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুশিয়ারি দেন।

এসময় উস্থিত ছিলেন, এনসিপির মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী জাহিদুর রহমান তালুকদার, যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট এ এইচ এম মাহফুজ, আমিরুল ইসলাম, কাজী হারুনুর রশিদ পিন্টু, সদর উপজেলার যুগ্ম সমন্বয় কাজী মাসুকুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জের জেলা কমিটির আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব নাহিদ মনির, যুগ্ম আহ্বায়ক রমজান মাহমুদ, ছাত্র নোত আশরাফুল ইসলাম রাজু, মেহরাব হোসেন প্রমুখ।

এনপিপির সমন্বয়কারী জাহিদুর রহমান তালুকদার বলেন, গোপালগঞ্জে আমাদের নেতা-কর্মীদের ওপরে পরিকল্পিতভাবে হমলা চালানো হয়েছে। এখনো অনেক নিখোঁজ রয়েছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাবো।

প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা সন্ধ্যার দিকে অবরোধ তুলে নিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর