শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেঁচে ফিরতে পারলে মুজিববাদের কবর রচনা করবই: সারজিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

Sarjis
সারজিস আলম। ফাইল ছবি।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় দুই দফায় হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ নিয়ে ক্ষেপেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। হুঁশিয়ারি দিয়েছেন, বেঁচে ফিরতে পারলে মুজিববাদের কবর রচনা করে ছাড়বেন তারা।

বুধবার (১৬ জুলাই) বিকেল সোয়া তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন সারজিস। একইসঙ্গে সেখানকার পুলিশ সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগও করেছেন। 


বিজ্ঞাপন


8_20250716_140442130
 
এই জুলাই বিপ্লবী লিখেছেন, ‘গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না।’ 

সারা বাংলাদেশের মানুষকে গোপালগঞ্জের ছুটে যাওয়ার আহ্বান জানিয়ে সারজিস আরও লিখেছেন, ‘গোপালগঞ্জের বিবেকবান ছাত্র-জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।’

Screenshot_

এর আগে বুধবার দুপুরে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শুরুর আগে এক দফা হামলা চালায় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। সে সময় ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে সমাবেশ মঞ্চে হামলা চালায় তারা। 


বিজ্ঞাপন


এদিন ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে হঠাৎ করে মিছিল নিয়ে এসে মঞ্চে চড়াও হয়। এসময় সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করার পাশাপাশি এনসিপির উপস্থিত নেতাকর্মীদেরও মারধর করে তারা। কিন্তু হামলার পরও সমাবেশে অংশ নেন এনসিপি নেতারা।

gopalganj_

পরে সমাবেশ শেষে দুপুরের দিকে আরও এক দফা হামলা চালানো হয়। গাড়িও ভাঙচুর করা হয়। এসময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। হামলারকারীরা তাদের ওপরও চড়াও হয়। পরে অনেককে পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, হামলার ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর