শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঈদে তৃণমূলে ছড়িয়ে পড়তে চায় এনসিপি

বোরহান উদ্দিন
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ০৮:৩৯ এএম

শেয়ার করুন:

loading/img

নতুন পরিচয়ে এলাকায় নেতারা
তৃণমূলে অবস্থান জানান দেওয়াই লক্ষ্য
প্রচারে নেমে যাচাই করতে চান ভোটের মাঠ

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর দেশের রাজনীতিতে নতুন আবহের সৃষ্টি হয়েছে। এই আবহের মধ্যেই তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যাত্রা শুরু করেছে। আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের সমন্বয়ে গঠিত এই দল নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। দলটির শীর্ষ নেতারা নিজেদের শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে দেশব্যাপী ছড়িয়ে পড়তে চান। আর এর জন্য ঈদুল ফিতরকে সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন তারা। এই লক্ষ্যকে সামনে রেখে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা বেশিরভাগ নিজ নিজ এলাকায় ঈদ করছেন।


বিজ্ঞাপন


নেতারা বলছেন, যেহেতু দলটিতে যুক্ত বেশিরভাগ নেতা বয়সে তরুণ, তাই নিজ নিজ এলাকায় অন্য রাজনীতিবিদদের তুলনায় পরিচিতি কম। আগামী নির্বাচনে ভালো অবস্থান তৈরি করতে হলে সংশ্লিষ্ট আসনের ভোটারদের সঙ্গে প্রথমত পরিচয় গুরুত্বপূর্ণ। ঈদকে কেন্দ্র করে পরিচয়পর্ব সেরে ফেলতে চান তারা।

এনসিপির নেতাদের অনেকে ইতোমধ্যে এলাকায় চলে গেছেন। নিজ নিজ আসনে একাধিক ইফতার পার্টির আয়োজনও করেছেন। ঈদকে কেন্দ্র করে নানা আয়োজনে যোগ দেবেন তারা।

5


বিজ্ঞাপন


এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, লাঙ্গলকোট) আসন থেকে নির্বাচন করতে চান। ঢাকা মেইলকে জয়নাল আবেদীন শিশির বলেন, ‘ঈদের আগেই নির্বাচনী এলাকায় চলে এসেছি। এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বেশ কিছু কর্মসূচি আগে থেকেই চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনি আসনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ করব। এর আগে তিনটি ইফতার মাহফিলের কর্মসূচি আছে। দুটি মতবিনিময়, দুটি ঈদ পুনর্মিলনীর কর্মসূচি।’

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক যুগ্ম মুখ্য সমন্বয়ক জানান, নতুন রাজনৈতিক দলের নতুন নেতাদের নিজ নির্বাচনি এলাকায় পরিচিত হওয়ার বিষয়টি সবাই গুরুত্ব দিচ্ছেন। এছাড়া কমিটি গঠনের ক্ষেত্রেও কাজ করছেন তারা।

12

এনসিপি নেতারা কে কোথায় ঈদ করছেন

নেতাদের এলাকায় যাওয়ার আনুষ্ঠানিক কোনো নির্দেশনা না থাকলেও নিজ নিজ এলাকায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে কাজ করছেন নেতারা। কেন্দ্রে বসে দল চালালেও শীর্ষ নেতাদের বেশিরভাই নির্বাচন করবেন এলাকা থেকে। ফলে তাদের সবার নিজ নিজ এলাকার সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো গুরুত্বপূর্ণ।

এনসিপি নেতারা বলছেন, এবারের ঈদ উদযাপনে নির্বাচনের প্রস্তুতি ও জনসংযোগ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পরিবারের সঙ্গে ঢাকায় ঈদ উদযাপন করছেন। তিনি ঢাকারই একটি আসনে নির্বাচন করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। ঈদের আগে-পরে নির্বাচনি এলাকার মানুষের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রাখবেন তিনি।

ইতোমধ্যে দলটির সদস্য সচিব আখতার হোসেন নিজ এলাকা রংপুর সফর করেছেন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজ জেলা পঞ্চগড়ে গিয়ে বিশাল শোডাউন করেছেন। জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালীর হাতিয়ায় টানা কয়েক দিন ধরে অবস্থান করছেন। নানা ধরনের কর্মসূচিও পালন করছেন তিনি। এই তিন নেতা নিজ নিজ এলাকায় ঈদ করতে পারেন বলে জানা গেছে। আবদুল হান্নানের কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনাও ঘটেছে।

7

খোঁজ নিয়ে জানা গেছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পরিবারের সঙ্গে ঢাকায় ঈদ উদযাপন করছেন। তিনি ঢাকারই একটি আসনে নির্বাচন করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। ঈদের আগে-পরে নির্বাচনি এলাকার মানুষের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রাখবেন তিনি।

দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহও নিজ জেলা কুমিল্লায় অবস্থান করছেন, সেখানেই ঈদ উদযাপন করবেন। তিনিও নিজ নির্বাচনি এলাকার বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন এবং জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

6

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ঈদ করবেন ঢাকায়, তারপরই নিজ জেলা ভোলায় যাবেন এবং জনসংযোগ করবেন। দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ঢাকা থেকে ঈদের পর যাবেন নিজ এলাকা নরসিংদীতে। এলাকায় ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশও নিয়েছেন তিনি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ঢাকায় ঈদ করবেন। যুগ্ম মুখ্য সংগঠক এসএম শাহরিয়ার ঈদ করবেন ঢাকার নিজ এলাকায়।

দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন ঈদ করবেন নিজ এলাকা নোয়াখালীতে এবং জয়নাল আবেদীন শিশির ঈদ উদযাপন করবেন কুমিল্লায়। যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমাদ ঢাকায়, খান মুহাম্মদ মুরসালীন নিজ এলাকা ঢাকার সুত্রাপুরে, আরিফুর রহমান তুহিন নিজ এলাকা ঝালকাঠির রাজাপুরে ঈদ উদযাপন করবেন।

8

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমাদ ঢাকা মেইলকে বলেন, ‘রমজানের মধ্যেই নিজ এলাকা মেহেরপুরের গাংনীতে চলে এসেছি। নেতাকর্মীদের পাশাপাশি পেশাজীবী নেতৃবৃন্দ, আলেমদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়া হচ্ছে। খেটে খাওয়া মানুষের হাতে সাধ্যের মধ্যে ঈদ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।’

নেতাদের ঈদ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, ‘ঈদ কে কোথায় উদযাপন করবেন, সে ব্যাপারে দলীয় কোনো নির্দেশনা নেই। যে যার মতো করে ঈদ উদযাপন করছেন। তবে অনেকেই নিজ এলাকায় ঈদ করছেন এ বছর।’

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub